গুজরাতের ভোট তাই রাজনীতি শুরু বিজেপির, বাংলায় সিএএ হবে না

আমরা সবাই নাগরিক, মানুষের অধিকারই শেষ কথা

Must read

প্রতিবেদন : আমরা সবাই নাগরিক, এটাই আমার থিওরি। গুজরাতে নির্বাচন বলে এসব করছে। আপনি সব জানেন, আমিও সব জানি। দেশবাসীও সব জানেন। এভাবেই সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বুধবার চেন্নাই যাওয়ার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিএএ সম্পর্কে তাঁর অবস্থান স্পষ্ট করলেন নেতৃত্ব। একইসঙ্গে কারও নাম না-করে আসলে এদিন তিনি বিজেপিকেই কড়া বার্তা দিলেন। স্পষ্ট বুঝিয়ে দিলেন, বাংলায় বিজেপির সিএএ-রাজনীতি (West Bengal- CAA) মোটেই সুবিধের হবে না।

বিধানসভা নির্বাচনের আগে গুজরাতের দুই জেলায় বসবাসকারী তিন দেশ থেকে আসা অমুসলিম মানুষজনকে ভারতের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই বিষয় নিয়ে বাংলাতেও গলা ফাটাচ্ছে শুভেন্দুর মতো বিজেপির সিন্ডিকেট নেতা ও তার সাঙ্গোপাঙ্গরা। এমনকী সিএএ (West Bengal- CAA) নিয়ে মিথ্যাচার করছে। বুধবার চেন্নাই যাওয়ার আগে বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় তাই সাফ জানিয়ে দিলেন,বাংলায় এ-সব করতে দেওয়া হবে না। নাম না করে বিজেপিকে তোপ দেগে তীব্র আক্রমণ করে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই সব রাজনীতি বন্ধ করো।

আরও পড়ুন-২৪-এর ভোট: চেন্নাইয়ে দুই মুখ্যমন্ত্রীর দীর্ঘ বৈঠক

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, পারসি, জৈন ধর্মাবলম্বী সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া হবে। তবে তা হবে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন অনুসারে। কিন্তু এ-নিয়ে বিজেপির একাধিক বিধায়ক-নেতা মুখ খুলেছেন। তাঁদেরও প্রশ্ন ১৯৫৫ সালের আইন অনুযায়ী যদি এ-সব করতে হয় তবে ২০১৯-এ নতুন আইন আনার কী দরকার ছিল! যা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। কিন্তু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এদিনের বক্তব্যের মধ্যে দিয়ে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, ভোটের আগে গুজরাটের মানুষকে ছিনিমিনি খেলায় মাতলেও বাংলা বড় শক্ত ঠাঁই। এসব বাংলায় চলবে না।

Latest article