প্রতিবেদন : বিজেপি শাসিত রাজ্যগুলিতে গিয়ে অত্যাচারিত হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। সেই বিষয়ে আগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM mamata banerjee)। এবার তাঁদের রাজ্যে ফিরিয়ে আনতে বড় ঘোষণা করলেন জননেত্রী। যে ২২ লাখ শ্রমিক বাইরে রয়েছেন তাঁদের ফিরিয়ে আনতে সবরকম ব্যবস্থা করবে রাজ্য সরকার। করোনার সময় যেরকম ভাবে বিশেষ ট্রেন দিয়ে তাঁদের ফিরিয়ে আনা হয়েছিল ঠিক একই ভাবে তাঁদের ফিরিয়ে আনা হবে। তবে শুধু ফিরিয়ে এনেই দায়িত্ব সারবে না রাজ্য সরকার। বরং তাঁদের জন্য বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে শ্রমিকদের ছেলেমেয়েদের স্কুলে ভর্তি করে দেওয়ার দায়িত্ব পর্যন্ত নেবে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই এই নিয়ে বৈঠকে তাঁদের জন্য নতুন স্কিমের পরিকল্পনা করা হয়েছে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM mamata banerjee)। পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি অনুরোধ করব, যাঁরা এখনও ফিরতে চান তাঁরা ফিরে আসুন। পুলিশের হেল্পলাইন নম্বর দেওয়া আছে। বলুন কবে আসবেন, আমরা আপনাদের ট্রেনে করে নিয়ে আসব। করোনার সময় নিয়ে এসেছিলাম। আমরা একটা রুটি পেলে আপনাদের আধখানা রুটি দেব। আপনাদের জন্য স্কিম করব। আপনাদের কাজে লাগাব, আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড, বিনা পয়সার রেশন কার্ড দেব। আপনাদের বাঁচার সুযোগ দেব। ছেলেমেয়েদের স্কুলে ভর্তি করে দেব। আজকে মিটিং করে স্কিম তৈরি করে নিয়েছি। কোনও দরকার নেই মুম্বইয়ে থাকার, চলে আসুন। যারা অত্যাচার করে তাদের কাছে কেন থাকবেন?
মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়ে বলেন, এখানে সোনার কাজ করুন। অনেক সুযোগ আছে বাংলায়। গুজরাতে থাকার কী দরকার! বাংলায় চলে আসুন।
মুখ্যমন্ত্রীর নির্দেশ, দরকার নেই দালালদের সাহায্য নিয়ে বাইরে গিয়ে কাজ করার। ওঁদের উপর অত্যাচার হলে দালালরা থাকে না, পালিয়ে যায়। ওঁরা ফিরে এলে এখানে যদি থাকার জায়গা থাকে, তাহলে তো ভাল। আর তা না থাকলে, আমরা ক্যাম্প বানিয়ে দেব। রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, কর্মশ্রী প্রকল্পে ওঁদের কাজের ব্যবস্থা করে দেব। ওঁদের জব কার্ড দিয়ে দেওয়া হবে।
পরিযায়ীদের বাংলায় ফিরিয়ে এনে কাজ দেব, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
