ধোনি কি সারাজীবন খেলবে, প্রশ্ন কপিলের

ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চান। কিন্তু ‘বুড়ো’ ধোনিকে নিয়ে কেউ কেউ উল্টো মেরুতেও। সেই তালিকায় অন্যতম ’৮৩-র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব

Must read

নয়াদিল্লি, ২৯ মে : কয়েক সপ্তাহ পরেই ৪২-এ পা দেবেন তিনি। কিন্তু এখনও আইপিএলের মঞ্চে মাহি-ম্যাজিক অটুট। চেন্নাই সুপার কিংসের সব ম্যাচেই স্টেডিয়াম হাউসফুল থেকেছে শুধু মাহি ম্যানিয়াতেই। এবারই মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল কি না, সেই প্রশ্নের উত্তরে স্বয়ং ক্যাপ্টেন কুল বলেছেন, এখনও হাতে সময় আছে। ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চান। কিন্তু ‘বুড়ো’ ধোনিকে নিয়ে কেউ কেউ উল্টো মেরুতেও। সেই তালিকায় অন্যতম ’৮৩-র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। তিনি ধোনির নেতৃত্বের প্রশংসা করেও প্রশ্ন তুললেন, সারা জীবন খেলে যাবে নাকি?

আরও পড়ুন-বাতিলের আগেই ২০০০-এর নোটে না

কপিল মনে করছেন, এবার থামার সময় এসেছে ধোনির। অবসরের সিদ্ধান্ত না জানানো কিংবা সিএসকে-র হয়ে প্রাক্তন ভারত অধিনায়কের টানা খেলে যাওয়া মেনে নিতে পারছেন না ভারতের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার। ধোনি আবেগের মধ্যে দাঁড়িয়েও কপিল বলছেন, ‘‘১৫ বছর ধরে আইপিএল খেলছে ধোনি। এটাই তো যথেষ্ট। যা করার ও করে দিয়েছে। সিএসকে-র হয়ে এতবার আইপিএল জিতেছে। ওর কাছে আর কী চাওয়ার আছে? কেন ধোনিকে নিয়েই আমরা এখনও কথা বলে যাচ্ছি? ও সারা জীবন খেলে যাক, সেটাই কি চাইছি আমরা? কিন্তু সেটা তো বাস্তবে সম্ভব নয়। আমাদের বরং ধোনিকে ধন্যবাদ দেওয়া উচিত ১৫ বছর ধরে খেলা চালিয়ে যাওয়ার কারণে।’’ কপিল আরও বলেন, ‘‘ও হয়তো এখন বড় রান করছে না। কিন্তু ক্রিকেট খেলাটায় একজন অধিনায়কের গুরুত্বটা ধোনি দেখিয়েছে। তাই ওকে আমাদের কুর্নিশ।’’

Latest article