প্রতিবেদন : করোনা আবহেই এবারও হচ্ছে গঙ্গাসাগর মেলার আয়োজন। দেশের নানা প্রান্ত থেকে আসা পুণ্যার্থীদের সুরক্ষা এবং নিরাপত্তাকেই সর্বাধিক গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। প্রতিবছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখেন। এবছর শুধু প্রস্তুতি পর্বই নয়, গোটা মেলা পর্বই সম্পন্ন হবে খোদ মুখ্যমন্ত্রীর নজরদারিতে।
আরও পড়ুন-রাজ্যকে বঞ্চনার কেন্দ্রীয় নীতি
এবছর গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ সম্পূর্ণ সিসিটিভি নজরদারিতে নজরবন্দি থাকছে। মুখ্যমন্ত্রী নিজে নবান্ন থেকে সরাসরি তার সম্প্রচার দেখবেন। তার আগে অবশ্য সশরীরে মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, ২৯ ডিসেম্বর গঙ্গাসাগর যাবেন মুখ্যমন্ত্রী। থাকবেন দু’দিন। খতিয়ে দেখবেন মেলার প্রস্তুতি। নিরাপত্তা থেকে অতিথিদের অ্যাপায়ন, সমস্ত বিষয়ে খোঁজ নেবেন। করবেন প্রশাসনিক বৈঠকও। ২৯ এবং ৩০ ডিসেম্বর গঙ্গাসাগর চত্বরে থাকবেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-বেআইনি শ্রমিক নিয়োগ নয়
এটা ঘটনা গঙ্গাসাগর মেলা চত্বরে নিরাপত্তা, কোভিড বিধি পালন নিয়ে সতর্ক প্রশাসন। আর গোটা বিষয়টির তদারকি করছেন খোদ মুখ্যমন্ত্রী। এই রাজ্যের পাশাপাশি ভিন রাজ্য ও ভিন দেশ থেকে অতিথিরা আসেন গঙ্গাসাগর মেলায়। সেই মেলায় বড়সড় দুর্ঘটনা বা বিপত্তি এড়াতে আগেভাগে প্রস্তুতি নিতে শুরু করেছেন প্রশাসনিক কর্তারা। সতর্ক রয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। তারপরেও পরিস্থিতি খতিয়ে দেখতে গঙ্গাসাগরে স্বয়ং যাচ্ছেন মুখ্যমন্ত্রী।