“আমরা আগামী বছর আরও বড় কিছু করব…Big Jump“-৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে আচমকা হাজির হয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, Kiff হলে জনগণের উৎসব। পাশে থাকলে টলিউড বিশ্বের সেনার হবে। বৃহস্পতিবার, সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চে পরিচালক গৌতম ঘোষকে দেওয়া হল লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।
আরও পড়ুন-লাদাখে চালু হল বিশ্বের সর্বোচ্চ বিমানঘাঁটি
সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চে প্রথম থেকে উপস্থিত ছিলেন দেব, সৃজিত এবং শান্তনু। ঘোষণায় জুন। হঠাৎ করেই মুখ্যমন্ত্রী উপস্থিত হন। হাসি মুখে জানান, “আমার আসার কথা ছিল না। কিন্তু ভাবলাম প্রাইজ দিচ্ছে যখন, একবার যাই দেখে আসি। আমার জুরি মেম্বারদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আপনারা হার্ডওয়ার্ক করেছেন।”
চলচ্চিত্র উৎসবের সাফল্যের জন্য সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এই ৭ দিন ধরে ওরা যে পরিমাণ খেটেছে, আমায় ওদের ধন্যবাদ দিতেই হবে। এর পরেই বাংলা ছবি নিয়ে বেশ কিছু কথা বলেন তিনি।”
এর পরেই মমতা ঘোষণা করেন, “আমরা আগামী বছর আরও বড় কিছু করব…Big Jump”৷ মুখ্যমন্ত্রী কথায়, “মানবিক ছোঁয়া না থাকে কোন কাজে, তাহলে শুধু রোবোটিক টাচ দিয়ে কিছু হয় না”। যাঁরা গান গেয়েছেন এই কদিন সিনে আড্ডায় তাদের সকলকে ধন্যবাদ জানালেন তিনি। বলেন “আমি হঠাৎ করে দুদিন আগে এসেছিলাম দেখলাম ইয়ং ছেলেমেয়েরা খুব এনজয় করছে চলচ্চিত্র উৎসব।”
আরও পড়ুন-কেন গোটা ষড়যন্ত্রের আঁতুরঘর আল-ফালাহ ইউনিভার্সিটি?
বিদেশী অতিথিদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “সামনের বার আবার আসবেন। আপনারা কিন্তু নতুন একটা ভিশন ও মিশন নিয়ে আসবেন। আমাদের বাংলায় ট্যালেন্ট খুব হাই। পরিকাঠামো যথেষ্ট রয়েছে। আমাদের বন- সমুদ্র নানা প্রাকৃতিক সম্পদ রয়েছে। আমাদের পাহাড়ের দিক ভুললে চলবে না। আপনারা এই বাংলা থেকে সব পাবেন। আসুন, আমাদের পরিচালকদের সঙ্গে একজোটে সিনেমা তৈরি করুন।”
মুখ্যমন্ত্রীর কথায়, “ওদের ক্যাপাসিটি বেশি, মূলধন আছে, কিন্তু বাংলা সংস্কৃতির প্রাণকেন্দ্র। আপনারা টলিউডের সঙ্গে জুড়লে, বিশ্বের সবথেকে সেরা ছবি এখান থেকেই পাবেন। যদি সকলে অনুপ্রেরণা পান, তাহলে কিন্তু ভাল হতে পারে। আমরা সকলে ভাইভাই। আমরা কোনও জাতপাতে বিশ্বাস করি না। আমরা সারা বিশ্বকে ভালবাসি। আমি বন্ধুত্বে ভালবাসি। আপনাদের জন্য শুভেচ্ছা রইল। কলকাতার মানুষ সবাইকে ভালবাসেন। আপনারা যে এসেছেন আমি তাতেই খুশি।”

