সামনেই একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ভোটে টাকা বিলোনো এবং ক্ষয়রাতি বিতরণ রুখতে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বললেন জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার (CEC Rajiv Kumar)। বুধবার তেলেঙ্গানা সফরে তিনি বার্তা দেন, সুষ্ঠু এবং অবাধ নির্বাচনে এজেন্সি এবং পুলিশকে সক্রিয়ভাবে কাজে লাগানো হবে। রুখতে হবে ভোটে টাকার দাপট ও ক্ষয়রাতি।
আগামী ডিসেম্বর মাসে তেলেঙ্গানায় ভোট। নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে ১৭ সদস্যের দল নিয়ে সেখানে পৌঁছন নির্বাচন কমিশনার রাজীব কুমার। তাঁর কথায় বলেন, “টাকা বিলোনো-ক্ষয়রাতি বিতরণ আমাদের বিশেষ ব়্যাডারে থাকবে। এজেন্সিগুলি কাজ না করলে তাদের সক্রিয় করতে ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে অনলাইনে আর্থিক লেনদেনের বিষয়ে নজর রাখতে বলা হবে ব্যাঙ্কগুলিকে।
আরও পড়ুন- যোগীরাজ্যে অরাজকতা: তোলা না পেয়ে ৭কিমি রাস্তা খুঁড়লেন বিজেপি বিধায়কের সঙ্গী
পাশাপাশি রাজনৈতিক দলগুলিও জানিয়েছে, তেলেঙ্গানার নির্বাচন যাতে আর্থিক প্রলোভনমুক্ত হয় তা কমিশন যেনো অবশ্যই দেখে। তেলেঙ্গানা সম্পর্কে যেকথা বলেছেন রাজীব কুমার (CEC Rajiv Kumar) বলেছেন তা আদতে সব রাজ্য অর্থাৎ আগামিদিনে যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন সেই সব ক্ষেত্রেই প্রযোজ্য। এর আগে একাধিকবার গেরুয়া শিবির ভোটে টাকা বিলোয় বলে বহুবার অভিযোগ করেছেন বিরোধীরা। এসব দিক খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন রাজীব কুমার।