বৃহস্পতিবার সকাল থেকে মেঘে ঢাকা শহর কলকাতার আকাশ। দক্ষিণের বেশির ভাগ জেলাতেই ছিল একই ছবি। কিন্তু বেলা গড়াতেই মেঘ কেটে ওঠেছে চড়া রোদ। সঙ্গে বলা বাহুল্য আর্দ্রতা জনিত অস্বস্তি বেড়েছে। দুপুরের দিকে ভ্যাপসা গরম আরও বেড়েছে। তবে আলিপুর আবহাওয়া দফতর বলছে, আজও বৃষ্টি হবে। আগামিকাল শুক্রবার আবার একুশে জুলাই। তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে গত ২ দিনের তুলনায় শুক্রবার কলকাতায় বৃষ্টি বাড়বে। তবে ভারী বৃষ্টির (Rainfall) সম্ভাবনা কম। শনিবার থেকে আর কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাজ্যজুড়ে চলবে আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির (Rainfall) সম্ভাবনা রয়েছে। ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে।
এদিকে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ওড়িশা সংলগ্ন উপকূলে এর প্রভাব পড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। যার অভিমুখ হতে পারে ওড়িশার দিকে। আপাতত ঘূর্ণাবর্তটি রয়েছে ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়। এখনও পর্যন্ত যা খবর, এ রাজ্যে এর তেমন কোনও প্রভাব পড়বে না।
আরও পড়ুন- রাশিয়ার ভয়াবহ হামলা কৃষ্ণসাগরে ইউক্রেনীয় বন্দরে, তীব্র নিন্দা জার্মানি-ফ্রান্সের