আন্তর্জাতিক

আবারও কি যুদ্ধ শেষে হবে দেখা ? চিন্তায় আন্দুল নিবাসী ইউক্রেনের ইরিনা

বছর বারো আগে ৩৬০০ মাইল উজিয়ে শ্বশুরবাড়িতে এসে শুনেছিলেন ‘ মন ‘ নাকি সবচেয়ে দ্রুতগামী। তা যে কতটা বাস্তব, বিষ্যুদবারের ভোররাত থেকেই হাড়ে হাড়ে টের পাচ্ছেন ইরিনা প্রীতিলিউক। থুড়ি, ইরিনা দে (Iryna Dey Ukraine)। আন্দুলের ‘ বিদেশিনী বাঙালি বধূ ‘। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যুদ্ধ ঘোষণা করায় তাঁর উচাটন মন ছুটে বেড়াচ্ছে ৫৮০০ কিলোমিটার দূরের ‘ বাপেরবাড়ি ‘ ছোট্ট শহর টার্নোপিলে। বিবাহসূত্রে শ্বশুরবাড়ি হাওড়ার আন্দুলে হলেও ইউক্রেনের টার্নোপিলেই ইরিনার জন্ম, বেড়ে ওঠা। পরিবার-পরিজন সকলেই ওখানে।

আরও পড়ুন – ইউক্রেনে আটকে ছাত্রী

প্রায় দু’দশক আগে ডাক্তারি পড়তে গিয়ে সেদেশেই ইরিনার সঙ্গে আলাপ আন্দুলের ভূমিপুত্র ডাঃ সৌরভ দের। তারপর পরিচয়পর্ব থেকে পরিণয়, এবং ইরিনার (Iryna Dey Ukraine) আন্দুলে আসা। এরপর যত দিন গেছে আরও বেশি করে মনে-প্রাণে-নাগরিকত্ব এদেশেরই একজন হয়ে উঠেছেন ইরিনা। এমনকি এতটাই ভালবেসে ফেলেছেন শ্বশুরবাড়িকে যে ইউক্রেনে যাওয়ার কথা আর সেভাবে মনেই আসে না। কিন্তু যুদ্ধ ঘোষণার পর সেই ইরিনাই এখন ছটফট করছেন কবে যাবেন টার্নোপিলে। দেখতে পাবেন আত্মীয়-বন্ধু-পরিজনদের!

ইরিনা বলেন, “জানেন, আমার ওখানকার আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের কাছে বেশ কয়েকদিন ধরেই শুনছি চারদিকটা কেমন যেন বদলে গেছে। থমথমে পরিবেশ। না জানি আবার হয়তো প্রতি ঘর থেকে কাউকে না কাউকে যুদ্ধে যেতে হবে…” বলতে বলতে গলা বুজে আসছিল ইরিনার। “গতকাল থেকে জল বন্ধ, ইলেকট্রিসিটি নেই। আর এখন তো যোগাযোগ ব্যবস্থাও পুরোপুরি বিচ্ছিন্ন। ফোনে বা স্কাইপেও যোগাযোগ করা যাচ্ছে না। ইচ্ছে হচ্ছে, এক ছুট্টে চলে যাই ভাইয়ের কাছে। কিন্তু আমার মন সেখানে উড়ে গেলেও, সশরীরে আমার এখনই যে যাওয়া সম্ভব নয়, বেশ বুঝতে পারছি।”

ইরিনা আরও বলেন, ছোট থেকেই ইউক্রেনের ওপর রাশিয়ার চাপা একটা আক্রোশ লক্ষ্য করেছেন। ইউক্রেনের মানুষজন এমনিতে শান্তিপ্রিয়, কিন্তু স্বাধীনচেতাও বটে। দেশের সার্বভৌমত্বে কেউ আঘাত করবে এটা কখনওই তাঁরা মেনে নেননা। ফলে দেশকে রক্ষা করতে ইউক্রেনের প্রতি ঘর থেকেই আম-নাগরিকরাও চলে যান যুদ্ধক্ষেত্রে। এমনকি এখন বয়স্করাও যেতে চাইছেন যুদ্ধের ময়দানে। ২০১৪ থেকে ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসন ক্রমশই বাড়তে থাকায় ইরিনার ভাইও গিয়েছিলেন যুদ্ধে। কিছুদিন আগেই ফিরেছেন। আশঙ্কা, এখন যা পরিস্থিতি, তাতে আবার হয়তো ভাইকে যেতে হবে যুদ্ধক্ষেত্রে।

টার্নোপিল শহরের জামাই হাওড়ার আন্দুলের ডাঃ সৌরভ দে বলছেন, ইউক্রেন ফুলের মত সুন্দর একটা দেশ। রাশিয়া স্বার্থপর দৈত্যের মত সেই ফুলের বাগানকে ধ্বংস করতে চাইছে। তবে তিনি ও ইরিনা আশাবাদী, দ্রুত এই যুদ্ধ থামবে। ফের দেখা হবে ইউক্রেনের আত্মীয়দের সঙ্গে। কিন্তু তা ঠিক কবে হবে, প্রতীক্ষার প্রহর গুনছেন তাঁরা। ঠিক যেমনটি কবিতায় দিন গুনেছেন ফিলিস্তিনের জাতীয় কবি মাহমুদ দারউইশ, যা ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়: “কবে আমাদের দেখা হবে? যুদ্ধ যেদিন শেষ হবে… কবে যুদ্ধ শেষ হবে? যবে ফের আমাদের দেখা হবে…”

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

26 minutes ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

4 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

4 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago