২৬-এ বিজেপিকে ছাব্বিশে নামাবে

বাংলা ও বাঙালিকে অপমানকারীদের স্থান নেই এই রাজ্যে। বাঙালিরাই বিজেপিকে টেনে নামাবে। তারা জানে বাংলার সম্মান কীভাবে রাখতে হয়।

Must read

প্রতিবেদন : বাংলা ও বাঙালিকে অপমানকারীদের স্থান নেই এই রাজ্যে। বাঙালিরাই বিজেপিকে টেনে নামাবে। তারা জানে বাংলার সম্মান কীভাবে রাখতে হয়। বুধবার ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে বিজেপির ভাষাসন্ত্রাসের প্রতিবাদে গর্জে উঠল বাংলা। এই মঞ্চ থেকেই আওয়াজ উঠল ২০২৬-এ বিজেপিকে টেনে নামাতে হবে ২৬-এ। এদিন উপস্থিত ছিলেন সাংসদ মালা রায়, মন্ত্রী ফিরহাদ হাকিম, দক্ষিণ কলকাতা তৃণমূল সভাপতি বিধায়ক দেবাশিস কুমার, রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার, রাজ্য সাধারণ সম্পাদক তথা মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়, মুখপাত্র অরূপ চক্রবর্তী, মেয়র পারিষদ সন্দীপ বক্সি, বিধায়ক রত্না চট্টোপাধ্যায় প্রমুখ।

আরও পড়ুন-বাংলার অর্থনীতিকে পাল্টে দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প

দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস আয়োজিত এদিনের প্রতিবাদ মঞ্চ থেকে রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিক-নির্দেশনা দিয়েছেন। ২০২৬-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসাতে হবে। এবার বিপুল আসনে জিতে ফের একবার ক্ষমতায় আসবে তৃণমূল। ২০২৬-এ বিজেপিকে ছাব্বিশে নামিয়ে আনতে হবে। জয়প্রকাশ আরও বলেন, ধিক্কার এই বিজেপিকে। এরা দেশের সামরিক বাহিনীকেও ব্যবহার করছে রাজনৈতিক কারণে। বাংলার বিরুদ্ধ ষড়যন্ত্র রচনা করছে। কিন্তু ইংরেজরাও পারেনি বাংলাকে সামলাতে, নরেন্দ্র মোদিরা তো কোন ছার। শান্তিপূর্ণ অবস্থানের মধ্য দিয়ে আমাদের প্রতিবাদ চলবে।

Latest article