আমেরিকা থেকে পরমাণু অস্ত্র হামলার হুমকি পাক সেনাপ্রধানের

Must read

পাকিস্তানের সঙ্গে দোস্তি এবং ভারতের সঙ্গে কুস্তি করেছে আমেরিকা। মোদি প্রীতি কাজ না করায় শুল্কবাণ আগেই নিক্ষেপ করছেন ট্রাম্প। অতীতে পাকিস্তান আমেরিকাকে যে তৈলমর্দনে কোমর বেধে নেমেছিল তা প্রকাশ পেয়েছে। ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করেছিল পাকিস্তান! এবার আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ১০টি ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতে হামলার হুমকি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির (Asim Munir)।

অপারেশন সিন্দুরের পর এই নিয়ে দু’বার আমেরিকায় গেলেন পাক সেনা প্রধান। বহুবার মার্কিন প্রেসিডেন্ট ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতিতে মধ্যস্থতার দাবি করেছিলেন ট্রাম্প। ভারত একথা না মেনে নিলেও পাকিস্তান মেনে নিয়েছে। ফ্লোরিডার টাম্পায় শিল্পপতি আদনান আসাদ আয়োজিত নৈশভোজে যোগ দিয়েছিলেন মুনির (Asim Munir)। পাকিস্তানের শক্তি প্রদর্শন করতে গিয়ে সেখান থেকে বলেন, “আমরা একটি পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব।” পর্যবেক্ষকদের মতে, আমেরিকার মাটিতে দাঁড়িয়ে তৃতীয় কোনও দেশকে পরমাণু হুমকির নজির যথেষ্ট বিরল।

আরও পড়ুন-এয়ার ইন্ডিয়া ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, অল্পের জন্য রক্ষা পেলেন বেণুগোপাল-সহ সাংসদরা

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করে দিয়েছিল ভারত। এদিন ভারতের বিরুদ্ধে জলসম্পদ ইস্যুতে আগ্রাসী ভাষণ দেন পাক সেনাপ্রধান। সিন্ধু নদীর উপর ভারত যদি বাঁধ তৈরি করে, পাকিস্তান তা ১০টি ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দেবে বলে হুঁশিয়ারি দেন। তাঁর কথায়, “সিন্ধু নদ ভারতের পৈতৃক সম্পত্তি নয়… আমাদের ক্ষেপণাস্ত্রের কোনও অভাব নেই, আলহামদুলিল্লাহ।”

খনিজ তেল নিয়ে দিন কয়েক আগে পাকিস্তানের সঙ্গে চুক্তি করেছে আমেরিকা। এ প্রসঙ্গে বলতে গিয়েই মুনির ভারতকে চকচকে মার্সেডিজ গাড়ির সঙ্গে তুলনা করেছেন। বলেছেন, “ভারত হাইওয়ের উপর দিয়ে আসতে থাকা ঝাঁ-চকচকে একটা মার্সেডিজ, ঠিক ফেরারির মতো। কিন্তু আমরা নুড়ি ভর্তি ট্রাক। গাড়িটাকে যদি ট্রাক ধাক্কা দেয়, পরাজয় কার হবে?”

Latest article