প্রতিবেদন, নয়াদিল্লি : অক্টোবরেই কি তবে আসতে চলেছে করোনার তৃতীয় ঢেউ? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তৈরি বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে তেমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে করোনার দ্বিতীয় ঢেউয়ের থেকেও মারাত্মক হতে পারে তৃতীয় ঢেউ।
তবে এই অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে শিশুরা। সেই কারণেই শিশুদের চিকিৎসা সরঞ্জাম, ওষুধ এবং হাসপাতালে যাবতীয় চিকিৎসাব্যবস্থা মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের তৈরি থাকতে বলা হয়েছে।
ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্থাৎ এনআইডিএম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে এ-ও জানিয়েছে যে, করোনার তৃতীয় ঢেউ অক্টোবরে আছড়ে পড়লেও, শুধু শিশুদের ওপরেই সবচেয়ে বেশি প্রভাব পড়বে এমন কোনও শক্তপোক্ত প্রমাণ না মেলায় অহেতুক আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই৷