ট্রাম্প-জিনপিং বৈঠক কাটবে সম্পর্কের শৈত্য?

প্রায় দু’ঘণ্টা বৈঠকের পর ট্রাম্প ঘোষণা করেন, বিরল খনিজ নিয়ে চিনের সঙ্গে এক বছরের চুক্তি স্বাক্ষর করেছে আমেরিকা।

Must read

বুসান: শুল্কযুদ্ধের জেরে দু’দেশের সম্পর্কে প্রবল কূটনৈতিক টানাপোড়েনের মাঝে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বুসানে মুখোমুখি রুদ্ধদ্বার বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রায় দু’ঘণ্টা বৈঠকের পর ট্রাম্প ঘোষণা করেন, বিরল খনিজ নিয়ে চিনের সঙ্গে এক বছরের চুক্তি স্বাক্ষর করেছে আমেরিকা। সৌহার্দ্যের আবহে চিনের উপর থেকে ১০ শতাংশ শুল্ক কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে, চিন আমেরিকা থেকে সয়াবিন কেনা শুরু করবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নই লক্ষ্য, দায়িত্ব নিয়েই জানালেন আশুতোষ

এদিন বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, দারুণ বৈঠক হয়েছে। দশের মধ্যে বারো দেব! ফেন্টানাইল উৎপাদন বন্ধ করতে প্রতিশ্রুতি দিয়েছেন জিনপিং। পাশাপাশি, তারা মার্কিন সয়াবিন ক্রয়ও শুরু করবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, চিনের উপর শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করা হবে। যে বিরল খনিজ ইস্যুতে দু’দেশের মধ্যে সংঘাত শুরু হয়েছিল তার সমাধান হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, এই নিয়ে আমরা একটি চুক্তিও করেছি। এর মেয়াদ এক বছর। চিন বিরল খনিজ সমৃদ্ধ পণ্য আমেরিকায় রফতানি করবে।
ট্রাম্প আরও জানান, আগামী বছর এপ্রিলে তিনি চিন সফরে যাবেন। জিনপিংও আমেরিকা সফরে আসবেন।

Latest article