বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠকের পর জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জানান, কাশ্মীর নিরাপদ। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর উদ্দেশে কাশ্মীরে যাওয়ার জন্য আবেদন জানান। বাংলার মুখ্যমন্ত্রী জানান, পুজোর পর তিনি কাশ্মীরে যেতে পারেন। দুই রাজ্যের মধ্যে পর্যটন বন্ধনকে মজবুত করার কথাও উঠে আসে।
আরও পড়ুন-”ভাল করে জল ঢেলে নিরাপদে ফিরে আসুন”, তারকেশ্বরে শ্রাবনী মেলা উপলক্ষে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবারের বৈঠক শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎকার ছিল না। কাশ্মীরকে ঘিরে রাজ্য ও কেন্দ্রের ভূমিকা, উন্নত পর্যটন, নিরাপত্তা, পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনায় বসলেন দুই রাজ্যের মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে এদিন ওমর আবদুল্লা বলেন, ”দিদির থেকে কিছুটা সময় আজ চেয়ে নিয়েছিলাম। আমি জানি উনি নানা কাজে ব্যস্ত থাকেন। কিন্তু আমি অনেকবার তাঁর অতিথি হিসাবে এসেছি। এবার আমি চাই উনি দুই-তিন দিনের জন্য হলেও কাশ্মীরে আসেন।”
আরও পড়ুন-”জম্মু-কাশ্মীর প্রস্তুত আপনাদের স্বাগত জানাতে” মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের পর বার্তা ওমর আব্দুল্লার
এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আব্দুল্লার আমন্ত্রণে সম্মতি জানিয়ে বলেন, ”আমাকে কাশ্মীর যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ওমর আবদুল্লা। পুজোর পরে কাশ্মীর যাওয়ার চেষ্টা করব। কাশ্মীরে যাতে সবাই যেতে পারে, তার ব্যবস্থা করুক কেন্দ্র। কাশ্মীরে পর্যটকদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করুক কেন্দ্র।” কেন্দ্রের প্রতি একপ্রকার ক্ষোভ প্রকাশ করেই এদিন তিনি বলেন, ”কাশ্মীর আমাদের দেশের গর্ব। পহেলগাঁওতে যা ঘটেছে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু তার জন্য কাশ্মীরকে একঘরে করে রাখা একেবারেই অমূলক। কেন্দ্রকে দায়িত্ব নিতে হবে কাশ্মীর যেন আরও নিরাপদ হয়। আমি কাশ্মীরকে ভালোবাসি। দুর্গাপুজোতে আমি ওমরজিকে আমন্ত্রণ জানালাম। বাংলা যেন ওনাকে অতিথি হিসেবে পায়। টলিউডের পরিচালক-প্রযোজকদের আমি বলব কাশ্মীরে গিয়ে শুটিং করুন। ওখানকার সৌন্দর্য যেন রুপোলি পর্দায় ফিরে আসে। কাশ্মীরের সংস্কৃতি বাংলায় তুলে ধরার জন্য পর্যটন দফতরকে নির্দেশ দেব।”
কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, ”‘কাশ্মীরের নিরাপত্তা ওনাদের হাতে নেই। এটা কেন্দ্রীয় সরকার দেখভাল করে। আমি তাদের কাছেও আর্জি রাখব, যেন নিরাপত্তার ব্যাপারটা তারা ওমরের সঙ্গে বৈঠকের মাধ্যমে ঠিকঠাক রাখে। যাতে পর্যটকরা নিশ্চিন্তে কাশ্মীরে ঘুরতে যেতে পারেন।’’