কটক, ৯ ডিসেম্বর : চোট সরিয়ে টিম ইন্ডিয়ার জার্সিতে ফিরেই নায়ক হার্দিক পান্ডিয়া। মঙ্গলবার কটকে তাঁর দাপটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ১০১ রানের বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিল ভারত।
বরাবাটি স্টেডিয়ামে লাল মাটির ২২ গজের বাড়তি বাউন্স সামলাতে যখন দু’দলের বাকি ব্যাটাররা হিমশিম খেলেন, তখন ব্যতিক্রম হার্দিক। দল যখন ১০৪ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে, তখন ২৮ বলে অপরাজিত ৫৯ রানের ঝোড়ো ইনিংস এল হার্দিকের ব্যাট থেকে। যা ভারতকে লড়াই করার মতো রানে পৌঁছে দিয়েছিল। এরপর বল হাতে ১৬ রান দিয়ে নিলেন ১ উইকেট। পাল্লা দিয়ে ভাল বল করলেন বাকি ভারতীয় বোলাররাও। অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল নিলেন ২টি করে উইকেট। নিটফল, ৭৪ রানেই গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন-নচিকেতাকে দেখে এলেন মুখ্যমন্ত্রী
ভারতীয় ইনিংসের শুরুটা মোটেই ভাল হয়নি। প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফেরেন শুভমন গিল। ঘাড়ের চোট সারিয়ে ২২ গজে ফেরা শুভমন (৪ রান) টিকলেন মাত্র দু’বল। প্রথম বলেই চার মারার পর, লুনডি এনগিডির পরের বলও তুলে মারতে গিয়ে মার্কো জেনসেনের হাতে ধরা পড়েন তিনি। সূর্যকুমার যাদবও শুরুটা করেছিলেন চার ও ছয় মেরে। কিন্তু ১১ বলে ১২ রান করে নিজের উইকেট উপহার দিয়ে এলেন ভারত অধিনায়ক। তিনিও এনগিডির শিকার।
আরও পড়ুন-অসুস্থ বিএলওকে অ্যাম্বুল্যান্সে এনে কমিশনে প্রতিবাদ
অভিষেক শর্মাও খুব বেশিক্ষণ টিকতে পারেননি। ১২ বলে ১৭ করে তিনি লুথো সিমপালার শিকার হন। প্রত্যাশা পূরণ করতে পারলেন না তিলক ভার্মা ও অক্ষর প্যাটেলও। ৩২ বলে ২৬ করার পর এনগিডিকে পুল মারতে গিয়ে আউট হন তিলক। ২১ বলে ২৩ করে সিমপালার দ্বিতীয় শিকার হন অক্ষর। হার্দিক অবশ্য ক্রিজে এসেই চালাতে শুরু করেছিলেন। কঠিন পরিস্থিতিতে স্কোরবোর্ড সচল রেখেছিলেন তিনি। হার্দিক ২৫ বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত নট আউট থাকেন। তাঁর ২৮ বলের ঝোড়ো ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছয়। হার্দিকের সঙ্গে জিতেশ শর্মা ৫ বলে ১০ করে নট আউট থাকেন।
রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই কুইন্টন ডি’কককে (০) হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। বোলার অর্শদীপ সিং। নিজের দ্বিতীয় ওভারে অর্শদীপ তুলে নেন ট্রিস্টান স্টাবসকেও (৯ বলে ১৪)। এরপর শুধুই উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা। কিছুটা লড়াই করেন ডেওয়াল্ড ব্রেভিস (১৪ বলে ২২ রান)।

