মুম্বই, ২২ মে : বড় জয় দিয়ে এবারের আইপিএল অভিযান শেষ করল পাঞ্জাব কিংস (Punjab kings)। রবিবার শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে (Sunrisers Hyderabad) ৫ উইকেটে হারিয়ে দিল মায়াঙ্ক আগরওয়ালের দল। দু’টি দল আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল। নিয়মরক্ষার ম্যাচে সব বিভাগে হায়দরাবাদকে টেক্কা দিয়েছে পাঞ্জাব। ভারতীয় বাঁ-হাতি স্পিনার হরপ্রীত ব্রার এবং ইংলিশ ব্যাটার লিয়াম লিভিংস্টোনের দাপটে সহজ জয় পেল প্রীতি জিন্টার দল। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ছ’নম্বরে শেষ করল পাঞ্জাব। মায়াঙ্করা জেতায় কেকেআর এক ধাপ নেমে এবারের আইপিএল শেষ করল সাত নম্বরে। ১২ পয়েন্ট নিয়ে আটে শেষ করল হায়দরাবাদ।
আরও পড়ুন: ধন্যবাদ মুম্বই, এটা মনে রাখব : বিরাট
টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৭ রান করে হায়দরাবাদ। অভিষেক শর্মা সর্বোচ্চ ৪৩ রান করেন। হরপ্রীতের ঘূর্ণি কেন উইলিয়ামসন-হীন হায়দরাবাদের রানের গতি বাড়তে দেয়নি। তিন উইকেট দখল করেন হরপ্রীত। পাঞ্জাবের (Punjab kings) অস্ট্রেলীয় পেসার নাথান এলিসের ঝুলিতেও ৩ উইকেট। পাল্টা রান তাড়া করতে নেমে ২৯ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব। প্রথমে শিখর ধাওয়ান (৩৮) এবং পরে লিভিংস্টোনের (২২ বলে অপরাজিত ৪৯) বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে পাঞ্জাবের কাজটা সহজ হয়ে যায়। ম্যাচের সেরা হন হরপ্রীত। উইলিয়ামসন দেশে ফিরে যাওয়ায় হায়দরাবাদকে এদিন নেতৃত্ব দেন ভুবনেশ্বর কুমার।