চব্বিশের লোকসভা নির্বাচনে দিল্লি থেকে মোদি সরকারকে হটানোই এখন একমাত্র লক্ষ্য তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সে কারণে তার আগে পঞ্চায়েত ভোটে জোর দিয়েছে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়েছেন তৃণমূল সভানেত্রী। সোমবার, কোচবিহারের সভা থেকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ পঞ্চায়েতের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে জানালেন, এবার থেকে পঞ্চায়েত সরাসরি নিয়ন্ত্রণ করবেন তাঁরা। একই সঙ্গে পঞ্চায়েত ভোটে জিতে বাংলার বকেয়া আদায় করবেন বলেও হুঙ্কার দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পঞ্চায়েত ভোটের আগেই প্রায় দুমাস কোচবিহার থেকে কাকদ্বীপ- সারা বাংলা চষে বেড়িয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষের পছন্দের প্রার্থীকে পঞ্চায়েতের টিকিট দেওয়ার জন্য অভিনব ভোটেরও ব্যবস্থা করেছিলেন তিনি। সভামঞ্চ থেকে সেই কথার উল্লেখ করে তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee) বলেন, “পঞ্চায়েত ভোটের আগে অভিষেক, ওর টিম গোটা রাজ্যে ঘুরেছে। ৯৯ শতাংশ আসনে প্রার্থী বাছাই হয়তো ঠিক হয়েছে। ১ শতাংশ কেউ কেউ আছে, যারা চুরিও করবে আবার টিকিটও চাইবে। সেটা আমরা দিচ্ছি না।”
আরও পড়ুন: ৬২ বছর পর দিল্লি ও মুম্বইয়ে একসঙ্গে প্রবেশ করল বর্ষা
এর পরেই কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি বলেছেন পঞ্চায়েতে কোনও রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না। এবার থেকে সরাসরি তারা পঞ্চায়েতে নজর রাখবেন বলে জানিয়েছেন তৃণমূল সভানেত্রী। তাঁর কথায়, “এবার আমরা পঞ্চায়েতকে আলাদা করে গুরুত্ব দিচ্ছি। এবার থেকে পঞ্চায়েত আমরা নিজেরা নিয়ন্ত্রণ করব। কাউকে চুরি করতে দেবেন না। কেউ টাকা চাইলে ছবি তুলে রাখবেন। তার পর আমাকে পাঠিয়ে দেবেন।” তৃণমূল সুপ্রিমো জানান, সরকারি পরিষেবা পেতে কাউকে কোনও টাকা দেওয়ার প্রয়োজন নেই। এটা সরকারের টাকা। কেউ যদি টাকা চান তাহলে সঙ্গে সঙ্গে তাঁর ছবি তুলে শীর্ষ নেতৃত্বকে পাঠানোর নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল সভানেত্রী জানেন, পঞ্চায়েত ভোটে বিজেপিকে নিশ্চিহ্ন করে আগামী লোকসভা নির্বাচনে তাদেরকে দিল্লি থেকে গণতান্ত্রিকভাবে তাড়াতে হবে। দিল্লিতে আগামী লোকসভা নির্বাচনের পর যে নতুন সরকার গঠন হবে তাদের থেকে ১০০ দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা-সহ বাংলার বকেয়া তিনি ফিরিয়ে আনবেন বলেও প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েতে জিতে বাংলার দাবি আদায় করবেন বলেও হুঙ্কার দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…