মনোনয়ন প্রত্যাহার ৩ দলের, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ঘাসফুলের

দুই পঞ্চায়েত তৃণমূলের

Must read

রিতিশা সরকার, শিলিগুড়ি: পরাজয় নিশ্চিত জেনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন বিজেপি, সিপিএম, নির্দল প্রার্থীরা। এরফলে দুটি পঞ্চায়েত সমিতির আসনে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। তৃণমূল কংগ্রেসের দার্জিলিং (Darjeeling) জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ জয় প্রসঙ্গে বলেন, ‘‘দিনের প্রথম সূর্যোদয় বলে দেয় দিনটা কেমন যাবে। এক্ষেত্রেও দুই পঞ্চায়েত সমিতি ও বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছে আমাদের। তাতে পরিষ্কার, ময়দানে প্রতিপক্ষ কেউ নেই। এটা তো সবে শুরু। এই এক মাসে তৃণমূলের সমর্থনে সুনামি আসবে। কারণ মানুষ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভরসা করেন।’’

আরও পড়ুন: রাজ্যের কারণেই মানুষকে অনাহারের মুখোমুখি হতে হয়নি

আগামী ২৬ জুন শিলিগুড়ি মহকুমা নির্বাচন। তবে নির্বাচনের আগেই ৭ জুন খড়িবাড়ির মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে খড়িবাড়ির একটি ও ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের একটি পঞ্চায়েত সমিতিতে জয় হয় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress)। বাম ও বিজেপি প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের হিড়িক পড়ে। শিলিগুড়ি মহকুমা চার ব্লকে মোট পঞ্চায়েত সমিতির ১০টি আসনে প্রার্থীরা নিজ মনোনয়ন উঠিয়ে নিয়েছেন। ব্যক্তিগত সম্মতিপত্র দিয়েই মনোনয়ন প্রত্যাহার করেছেন প্রার্থীরা বলে জানিয়েছেন ব্লক নির্বাচনী আধিকারিকরা। দুই ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েত আসনে মনোনয়ন প্রত্যাহারের পর তৃণমূলের জয় ঘোষণা করা হয়। শিলিগুড়ি মহকুমার চার ব্লকে মধ্যে বিধানগর ১ পঞ্চায়েত সমিতি ও খড়িবাড়ি ব্লকের একটি পঞ্চায়েত সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের দখলে আসে।

Latest article