প্রতিবেদন : পূর্বাভাসমতোই শুক্রবার সন্ধের পর শহর কলকাতা ও আশপাশের এলাকাজুড়ে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। কোনও কোনও জায়গায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে হাওয়া বইলেও হাওয়ার দাপট বেশিক্ষণ স্থায়ী হয়নি। বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে। কোনও কোনও জায়গায় ৫ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রার পতন হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই পরিস্থিতি চলবে। রবিবার থেকে ফের চড়তে শুরু করবে পারদ।
আরও পড়ুন-কবি নজরুলের জীবনে নারী
আর্দ্রতাজনিত অস্বস্তি ও গরম থাকবে। বুধবার পর্যন্ত গরম বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে তাঁরা। এদিন দক্ষিণের পাশাপাশি উত্তরের তিন জেলাতেও ঝড়বৃষ্টির দাপট দেথা গিয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পংয়ে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে। শনিবারও উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর আগে বৃহস্পতিবারও রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট দেখা গিয়েছিল। ঝড়ের দাপটে লন্ডভন্ড হয়ে যায় পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোলের একাধিক এলাকা। ঝড়ের দাপটে বৃহস্পতিবার বেশি রাতে অন্ডালে টোটো উল্টে এক টোটো চালকের মৃত্যু হয়। কোচবিহারে বাড়ির ওপর গাছ ভেঙে পড়ে তিনজন আহত হন। শুক্রবার আহতদের পাশে দাঁড়ান তৃণমূল নেতা ও স্থানীয় পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ৷