ভারতসেরা বাংলা, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

আট বছরের অপেক্ষা শেষে ফুটবলে ফের ভারতসেরা বাংলা। হায়দরাবাদে কেরলকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড ৩৩ বার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা।

Must read

প্রতিবেদন : আট বছরের অপেক্ষা শেষে ফুটবলে ফের ভারতসেরা বাংলা। হায়দরাবাদে কেরলকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড ৩৩ বার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা। গোল করে নায়ক রবি হাঁসদা। টুর্নামেন্টে ১২ গোল করে তিনি সর্বোচ্চ গোলদাতা। বাংলার স্মরণীয় জয়ে উচ্ছ্বাসে ভেসে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবেগতাড়িত মুখ্যমন্ত্রী কোচ, ফুটবলারদের অভিনন্দন জানিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন, ৮ বছরের অপেক্ষা শেষে মর্যাদার সন্তোষ ট্রফি পুনরুদ্ধারের মধ্যে দিয়ে শুরু হল বাংলার ফুটবলের জন্য নতুন বছর। এই অবিশ্বাস্য জয়টি এল রবি হাঁসদার দুরন্ত গোলে। যিনি ১২ গোল করে গোল্ডেন বুট জিতলেন। এই ঐতিহাসিক সাফল্যের জন্য কোচ সঞ্জয় সেন, অধিনায়ক চাকু মাণ্ডি, গোটা দল, টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফদের আন্তরিক অভিনন্দন। বাংলা ভারতীয় ফুটবলের মক্কা। সামনে আরও অনেক গৌরবময় মুহূর্ত অপেক্ষা করছে।

আরও পড়ুন-মাঝমাঠ নিয়ে অঙ্ক মোলিনার মাথায়, কাল সামনে হায়দরাবাদ

উচ্ছ্বসিত সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও অভিনন্দন জানিয়েছেন বাংলা দলকে। তাঁর ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের ছ’জন ফুটবলার ছিলেন এবারের বাংলা দলে। তাঁদের মধ্যে চারজন এদিন ফাইনাল প্রথম একাদশে ছিলেন। সে কথাও অভিনন্দন বার্তায় উল্লেখ করেছেন অভিষেক। তিনি এক্সে লিখেছেন, বাংলা ৩৩ তম সন্তোষ ট্রফি জিতে আবারও ইতিহাসে নাম লেখাল। আমার কাছে ব্যক্তিগতভাবেও দারুণ অনুভূতি। ডায়মন্ড হারবার এফসি-র ছ’জন ফুটবলার বাংলা দলে রয়েছে। যাদের মধ্যে চারজন ছিল ফাইনালের প্রথম একাদশে। আমার সবসময় চেষ্টা থাকে যাতে আমাদের খেলোয়াড়রা জাতীয় স্তরে নিজেদের দক্ষতা দেখানোর সুযোগ পায় এবং দেশের জন্য সাফল্য আনতে পারে। এই সাফল্যের জন্য কোচ সঞ্জয় সেন, ম্যানেজমেন্ট এবং ট্রেনিং স্টাফদের আন্তরিক অভিনন্দন।

Latest article