সংবাদদাতা, জঙ্গিপুর : দোকান-বাজার বা রাস্তাঘাটে ইভটিজিং থেকে মহিলাদের যে কোনও রকম হেনস্থার মোকাবিলায় তৈরি প্রমীলা বাহিনী। নারীসুরক্ষায় উদ্যোগ মুর্শিদাবাদ ও জঙ্গিপুর পুলিশ জেলার। অন্য জেলার মতো তৈরি হয়েছে ‘উইনার্স স্কোয়াড’ (Winners Squad)। জেলার মহিলা কনস্টেবলদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে এই টিম তৈরি করা হয়েছে। জঙ্গিপুরে নারীসুরক্ষায় মোটরবাইকে চেপে জেলায় দাপিয়ে বেড়াবে কালো পোশাকের মহিলা পুলিশ। বৃহস্পতিবার জঙ্গিপুর পুলিশ জেলায় উইনার্স টিমের উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন এডিজি সাউথ বেঙ্গল সিদ্ধিনাথ গুপ্ত, ডিআইজি মুর্শিদাবাদ রশিদ মুনির খান ও জঙ্গিপুর পুলিশ জেলার সুপার ড. ভোলানাথ পান্ডে। আপাতত দুই মহিলা পুলিশ অফিসারের অধীনে ৩০ জনের বাহিনী রাস্তায় নামবে। স্কুটি নিয়ে শহরে ঘুরবে তারা। এসপি ড. ভোলানাথ পাণ্ডে জানান, বেশিরভাগ শহর এলাকায় ঘুরবে বাহিনী (Winners Squad)। মেয়েদের স্কুল, পার্ক, শহরের বিভিন্ন এলাকায় স্পেশাল ড্রাইভ চলবে। পুলিশের কন্ট্রোল রুমে ফোন করলে এই বাহিনী পাঠাবে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে আত্মপ্রকাশ ঘটে উইনার্স স্কোয়াডের। মহড়াও দেখা গেল। প্রয়োজনে বন্দুক চালাতেও সমান পারদর্শী এই টিম। ময়দান থেকেই মোটরবাইক র্যালির সূচনা হয়। নেতৃত্ব দেন অতিরিক্ত এসপি ট্র্যাফিক পাপিয়া সুলতানা।