প্রতিবেদন : পুজোয় নারী সুরক্ষায় জোর দিচ্ছে বীরভূম জেলা পুলিশ। বাইক নিয়ে মণ্ডপে মণ্ডপে ঘুরবে মহিলা পুলিশের উইনার্স (Winners) বাহিনী। দর্শনার্থীদের মনোবল বাড়াতে তাঁদের সঙ্গে কথাও বলবেন। পাশাপাশি জেলার ৩ মহকুমায় ২৪ ঘণ্টাই টহল দেবে ৩টি পিঙ্ক মোবাইল ভ্যান। টোল ফ্রি নম্বরে অভিযোগ পেলেই স্পটে পৌঁছে যাবে সেই ভ্যান। এই ভ্যানের মধ্যে থাকছে কম্পিউটার থেকে নানা আধুনিক গ্যাজেট। ফলে দ্রুত লোকেশন ট্র্যাক করে ঘটনাস্থলে পৌঁছতে সুবিধা হবে না পুলিশকর্মীদের। একই সঙ্গে জেলার পুজো কমিটিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে প্যান্ডেলে যথেষ্ট পরিমাণ নিজেদের ভলান্টিয়ার বহাল রাখতে। তাদের জন্য থানা থেকে নির্দিষ্ট কার্ড দেওয়া হবে। যানজট নিয়ন্ত্রণের ক্ষেত্রেও ভলান্টিয়ারদের সজাগ থাকার কথা জানানো হয়েছে। কোনও অভিযোগ থাকলে তা সংশ্লিষ্ট এলাকায় উপস্থিত পুলিশকর্মীদের জানানোর পর উইনার্স (Winners) বাহিনী বা পিঙ্ক মোবাইল ভ্যানের সঙ্গে যোগাযোগ করার কথাও জানিয়েছে জেলা পুলিশ। এ বিষয়ে জেলার থানাগুলির সঙ্গে ইতিমধ্যেই পুলিশকর্তারা বৈঠক সেরে নিয়েছেন। থানা থেকেও এলাকার পুজো কমিটিগুলির উদ্দেশ্যে নির্দেশিকা দেওয়া হয়েছে। অগ্নিনির্বাপক ব্যবস্থার পাশাপাশি মণ্ডপে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার দিকটিতে গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়েছে। পুজো মণ্ডপে ভিড়ের মধ্যে মদ্যপ থেকে রোমিও এবং দুষ্কৃতীদের চিহ্নিত করতে পুলিশ নিজেদের সোর্স কাজে লাগাবে বলে জানা গিয়েছে। সিভিক ভলান্টিয়ার এবং পুজোকর্তাদের কারও সঙ্গে পুলিশের টিম যোগাযোগ রাখবে। পুজোর চারদিন কঠোরভাবে আইনশৃঙ্খলা রক্ষা করাই জেলা পুলিশের লক্ষ্য।
আরও পড়ুন- আই লিগ থ্রি চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার: অবিশ্বাস্য কীর্তি, অভিনন্দন অভিষেকের