ধরমশালা, ২৬ ফেব্রুয়ারি : আগের ম্যাচে প্রথম এগারো থেকে ছ’জনকে পরিবর্তন করেছিলেন। কিন্তু ধর্মশালায় শনিবারের ম্যাচে একই দল নিয়ে মাঠে নামলেন রোহিত শর্মা। শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচে ৬২ রানে উড়িয়ে দিছিলেন বলেই কি উইনিং কম্বিনেশন বদলালেন না অধিনায়ক? রোহিত অবশ্য জানালেন এরকম কোনও ব্যাপার নেই। তাঁর কথায়, ‘‘জেতা-হারার উপর দল পরিবর্তন নির্ভর করে না। ম্যাচে দলের কী দরকার, সেটা দেখেই এটা ঠিক হয়।”
আরও পড়ুন-টেস্টে বিরাট বরং তিনে খেলুক : সানি
শেষ কয়েকটি ম্যাচে কমবেশি ২৭ জনকে খেলিয়েছে ভারত। রোহিত বললেন, তাঁর দলে চোট-আঘাতের সমস্যা আছে। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট থেকে প্লেয়ারদের ব্রেক দেওয়া হচ্ছে। এসবও টিম ম্যানেজমেন্টের মাথায় রাখতে হচ্ছে। কিন্তু সবার আগে প্লেয়ারদের ব্যাপারটাও খেয়াল রাখতে হচ্ছে।
আরও পড়ুন-ফাঁকা মাঠে বিরাটের শততম টেস্ট
ধর্মশালায় গত ক’দিনে অনেক বৃষ্টি হয়েছে। প্রথম ম্যাচে বৃষ্টির পূর্বাভাস ছিলই। এমনকী শনিবারও সকালে বৃষ্টি হয়েছে। তবে মাঠকর্মীরা অসাধারণ কাজ করে ঠিক সময়ে খেলা শুরু করেছেন। রোহিত বলছিলেন, এখানে রাতের দিকে বেশ ঠান্ডা হয়। ফলে রাতে উইকেটের কী পরিবর্তন হয়, সেটাও দেখতে হবে। রোহিত বোধহয় তাই টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিলেন। এদিকে, শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শনাকা জানিয়ে দিলেন, টসে জিতে তিনিও আগে বল করতে চাইতেন। শ্রীলঙ্কা এই সিরিজে হাসরাঙ্গার সার্ভিস পাচ্ছে না। তাঁদের দলে এদিন দুটি পরিবর্তন হয়েছে। ভারতও ঋতুরাজের বদলে মায়াঙ্ক আগরওয়ালকে ডেকে নিয়েছে। ধর্মশালায় এদিন চল্লিশ শতাংশ দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। লখনউয়ে প্রথম টি-২০ ম্যাচে দর্শক অনুমতি ছিল না।
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…