প্রতিবেদন : পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের তুলনায় দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কে-২ জয় করা অনেক বেশি চ্যালেঞ্জের বলে একবাক্যে স্বীকার করেন পর্বতারোহীরা। কে-২ জয় করতে গিয়ে ব্যর্থতা, দুর্ঘটনা, মৃত্যুর একাধিক ঘটনা রয়েছে। তাই প্রতিবছর এভারেস্টের চূড়ায় বহু পর্বতারোহী পা রাখলেও কে-২ শৃঙ্গ আরোহণকারীর সংখ্যা নিতান্তই হাতেগোনা। কিন্তু এরই মধ্যে এক অভূতপূর্ব রেকর্ড করলেন নেপালের মিংমা গ্যাবু শেরপা। একবার দুবার নয়, এই কঠিন কে-২ শৃঙ্গ পাঁচবার আরোহণ করলেন তিনি।
আরও পড়ুন-পানীয় জল
পর্বতারোহী মহলে মিংমা অবশ্য ডেভিড শেরপা নামে পরিচিত। শেষবার বেসক্যাম্প থেকে কে-২র শৃঙ্গে পৌঁছতে তাঁর সময় লেগেছে ১৪ ঘণ্টা ২২ মিনিট। মিংমার এই রেকর্ডের কথা জানিয়েছেন অন্যতম খ্যাতনামা পর্বতারোহী নির্মল পুরজা। সোশ্যাল মিডিয়ায় নির্মল বলেছেন, মিংমা ডেভিডকে বিপুল অভিনন্দন। তিনি কে-২ শৃঙ্গ পাঁচবার সামিট করেছেন। তাঁর জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।
আরও পড়ুন-জঙ্গলের অধিকার বিধি সংশোধন
নেপালের খুম্বু গ্রামে জন্ম মিংমার। কিশোর বয়স থেকেই পর্বতারোহণ তাঁর নেশা। ২০১০ সালে মাত্র ২১ বছর বয়সেই তিনি এভারেস্টের চূড়ায় ওঠেন। ২০২০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে কম বয়সি পর্বতারোহী হিসেবে ১৪টি আট হাজারি শৃঙ্গ জয় করে রেকর্ড করেন তিনি। পৃথিবীর অন্যতম চ্যালেঞ্জিং কে-২ শৃঙ্গ তিনি প্রথম আরোহণ করেন ২০১৪ সালে। এরপর ২০১৮ সালে তিনি দ্বিতীয়বার কে-২তে ওঠেন। তৃতীয়বার ২০২১ সালের শীতকালীন কে-২ অভিযানে অনন্য রেকর্ড করেন তিনি। এরপর ২০২২ সালের জুলাই মাসে আরও দুবার তিনি কে-২ জয় করলেন। সবচেয়ে কম সময়ে মাত্র ৬১ দিনে এভারেস্ট ও কে-২ শৃঙ্গ আরোহণ করার রেকর্ডও মিংমার দখলে।