কলকাতার সর্বনিম্ন পারদ ১৬ ডিগ্রি, রাজ্যজুড়ে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে পশ্চিমের বেশ কিছু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১৪ ডিগ্রিতে। তবে উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা কমলেও পরবর্তী তিন-চার দিনে তাপমাত্রা উর্ধ্বমুখী হবে বলে মনে করা হচ্ছে। বুধের সকালে দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি। কুয়াশায় ঢাকা পাহাড়ের সব জেলা।
আরও পড়ুন-সংবিধান দিবসে শ্রদ্ধা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
মৌসম ভবন জানিয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং শ্রীলঙ্কা উপকূলে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ যা উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড় তৈরি হলে তার কোনও প্রভাব অবশ্য বাংলায় পড়বে না। তবে এই মুহূর্তে চুটিয়ে শীতের আমেজ উপভোগ করতে পারবেন বঙ্গবাসী। আগামী দু-তিন দিন উষ্ণতার গ্রাফ নিম্নমুখী থাকবে।আপাতত রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া। কোনও কোনও জেলায় সকালে কুয়াশা, পরে পরিষ্কার আকাশ।

