প্রতিবেদন : পারদপতনে নিজের রেকর্ড নিজেই ভাঙছে তাপমাত্রা। আগামী ১১ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গে জবুথবু ঠান্ডার পরিস্থিতি বজায় থাকবে। বীরভূম ও পশ্চিম বর্ধমানের শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ‘শীতল দিনে’র পরিস্থিতি বজায় থাকবে। ঘন কুয়াশার জন্য কমবে দৃশ্যমানতা। রাতের তাপমাত্রা আগামী চারদিনে অধিকাংশ জেলায় স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি কম থাকতে পারে। দিনের তাপমাত্রা দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি কম। আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন- পাটশিল্প বাঁচাতে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি ঋতব্রতের

