শীতের শিহরন

হেমন্তের বাতাসে হিমেল পরশ। চলতি সপ্তাহে ২-৪ ডিগ্রি নামবে পারদ, এমনটাই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর।

Must read

প্রতিবেদন : হেমন্তের বাতাসে হিমেল পরশ। চলতি সপ্তাহে ২-৪ ডিগ্রি নামবে পারদ, এমনটাই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। মিলল পূর্বাভাস, আরও নিচে নামল পারদ। সোমবার কলকাতার স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন এরকমই থাকবে আবহাওয়া।

আরও পড়ুন-শহিদমঞ্চে আগুনের জের, নন্দীগ্রামে বিরোধী দলনেতাকে কালো পতাকা

বুধবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পং পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। সিকিমেও বৃষ্টি হবে। উঁচু এলাকায় তুষারপাতের সামান্য সম্ভাবনা সিকিম ও সংলগ্ন এলাকায়। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বাকি জেলায় কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কোথাও কোথাও সকালের দিকে হালকা কুয়াশা এবং শিশির পড়বে। রাজ্য জুড়ে শীতের আমেজ। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রিতে নেমে আসবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপমাত্রা সব থেকে কম থাকবে। পশ্চিমের জেলাগুলিতে দিনভর শীতের আমেজ।

Latest article