প্রতিবেদন : কালীপুজো মিটতেই দরজায় কড়া নাড়ছে শীত। ইতিমধ্যেই শুষ্ক হতে শুরু করেছে আবহাওয়া। সপ্তাহ শেষে পারদের সূচক হবে নিম্নমুখী। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনে প্রায় ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা। রবিবার থেকে বুধবার পর্যন্ত আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদহ, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে।
আরও পড়ুন-বুথ-ভিত্তিক কর্মিসভাকে গুরুত্ব রবিউল ইসলামের
যদিও দক্ষিণের কোথাও তেমন বৃষ্টির কথা জানায়নি আলিপুর আবহাওয়া দফতর। এই মুহূর্তে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পূর্ব অসম এবং পশ্চিম অসমে। দখিনা বাতাস এবং পুবের বাতাসের বদলে উত্তর-পশ্চিম ও পশ্চিমি হাওয়ার প্রভাব বাড়বে। রবিবার থেকে বুধবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত পারদ পতনের পূর্বাভাস। ভাইফোঁটাতেও মূলত মেঘমুক্ত আকাশ থাকবে। বাতাসে কিছু জলীয় বাষ্প থাকায় সকালের দিকে কুয়াশা বা ধোঁয়াশা তৈরি হবে দু’এক জায়গায়। বাতাস থেকে জলীয় বাষ্পের পরিমাণও ধীরে ধীরে কমবে। কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি।