রাজ্যে জমিয়ে শীতের আমেজ

উত্তর থেকে দক্ষিণ বাংলা জুড়ে নিশ্চিন্তে ব্যাটিং করছে শীত (Winter)। বৃষ্টির বাউন্সার বা ঝঞ্ঝার ঝক্কি না থাকায় হিমেল পরশ বেশ উপভোগ করতে পারছে বাঙালি

Must read

উত্তর থেকে দক্ষিণ বাংলা জুড়ে নিশ্চিন্তে ব্যাটিং করছে শীত (Winter)। বৃষ্টির বাউন্সার বা ঝঞ্ঝার ঝক্কি না থাকায় হিমেল পরশ বেশ উপভোগ করতে পারছে বাঙালি। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি ১১ ডিগ্রির ঘরে থাকতে পারে। বুধবার কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। উইকেন্ডের আগে পারদ পতনের পূর্বাভাস নেই। তবে আগামী কয়েক দিন রাজ্যের সব জেলাতেই কুয়াশার দাপট চলবে।

আরও পড়ুন-জয়পুর-বিকানের জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪ আহত ২৭

হাওয়া অফিস জানিয়েছে উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলায় এগারো বারোর ঘরে তাপমাত্রা থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভোরের দিকে কুয়াশা থাকবে। কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে যেতে পারে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় উষ্ণতা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

Latest article