আসছে শীতকালীন সবজি, চলছে টাস্ক ফোর্সের নজরদারি, বাজারে কমছে আলু-পেঁয়াজের দাম

এদিকে হিমঘর খোলা রাখার বর্ধিত সময়সীমা পেরনোর পরেও সেখানে প্রায় আড়াই লক্ষ টন আলু থেকে যাওয়ায় সমস্যা তৈরি হয়েছে।

Must read

প্রতিবেদন : শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করায় খুচরো বাজারে আলু, পেঁয়াজ থেকে শুরু করে অন্যান্য সবজির দাম কিছুটা কমল। কৃষি বিপণন দফতরের সাপ্তাহিক রিপোর্টে কলকাতা-সহ বিভিন্ন এলাকার বাজারদর পর্যালোচনা করে একথা জানানো হয়েছে। তবে অসাধু ব্যবসায়ী ও ফড়েরা যাতে কৃত্রিমভাবে দাম বাড়াতে না পারে সেজন্য নিয়মিত নজরদারির উপর জোর দেওয়া হচ্ছে। রাজ্য সরকার নিযুক্ত টাস্ক ফোর্সের সদস্যরা শুক্রবার পুলিশ ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে সঙ্গে নিয়ে মানিকতলা বাজার ও শ্রীমানি মার্কেটে হানা দেন। ক্রেতা, বিক্রেতা সকলের সঙ্গেই তাঁরা কথা বলেন।

আরও পড়ুন-৩০ জানুয়ারির মধ্যে শিল্পের সমাধান

টাস্ক ফোর্সের অন্যতম সদস্য কমল দে জানান, আলু-পেঁয়াজের জোগান বেড়েছে। অনুকূল আবহাওয়ার শীতকালীন সবজির বাম্পার ফলন হচ্ছে। বাজারে এর প্রভাব পড়ছে। খুচরো বাজারে কিছুদিন ধরে নতুন আলুর জোগান বাড়ছে। ভিন রাজ্য, বিশেষ করে পাঞ্জাব ও উত্তরপ্রদেশের নতুন আলু আগে থেকেই আসছিল। কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকেও নতুন আলু বাজারে আসছে। হিমঘর থেকে বেরনো ভাল মানের জ্যোতি এবং নতুন আলুর খুচরো দর এখন মোটামুটি ৩০ টাকা কেজি। যদিও পাইকারি বাজারে ওই আলুর দাম ২২ টাকার আশপাশে। সুফল বাংলার স্টলগুলিতে খুচরো বাজারের তুলনায় অনেক কম দামে সবজি মিলছে বলে জানিয়েছে রাজ্য সরকার। এদিকে হিমঘর খোলা রাখার বর্ধিত সময়সীমা পেরনোর পরেও সেখানে প্রায় আড়াই লক্ষ টন আলু থেকে যাওয়ায় সমস্যা তৈরি হয়েছে। ব্যবসায়ীদের দাবি, যে-ধরনের আলু সেসব জায়গায় মজুত রয়েছে তার অধিকাংশেরই তেমন চাহিদা এরাজ্যে নেই। কিন্তু সরকারি বিধি-নিষেধের জন্যই তা বাইরে পাঠানো যাচ্ছে না। যদিও মুখ্যমন্ত্রী গতকালের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে আলু রফতানিতে বিধি-নিষেধ বজায় রাখার কথা বলেছেন।

Latest article