প্রতিবেদন : ঘূর্ণাবর্ত কেটে যেতেই অবাধ পশ্চিমের শীতল হাওয়ার প্রবেশ (Weather update)। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সপ্তাহান্তে তাপমাত্রা আরও ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। শীতের আমেজ বাড়বে।
সকালে শিশির এবং কুয়াশা পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশায় দৃশ্যমানতা কমতে পারে। উপকূলের দিকে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।
উত্তরবঙ্গেও থাকবে শুষ্ক আবহাওয়া (Weather update)। দার্জিলিংয়ে ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে তাপমাত্রা। মালদায় ১৬ ডিগ্রির ঘরে পারদ। আগামী ৪/৫ দিন তাপমাত্রা একই রকম থাকবে।
আরও পড়ুন- লোকসভায় বাঙালি-হেনস্থা ইস্যুতে বলতেই বাধা! প্রতিবাদে সরব শতাব্দী

