রাজ্যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফিরবে শীত

নভেম্বরের শুরুতেই বদলেছিল বাংলার আবহাওয়া। কিন্তু বেশিদিন তা স্থায়ী হল না। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত সোমবারের মধ্যে নিম্নচাপে পরিণত হবে।

Must read

প্রতিবেদন: নভেম্বরের শুরুতেই বদলেছিল বাংলার আবহাওয়া। কিন্তু বেশিদিন তা স্থায়ী হল না। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত সোমবারের মধ্যে নিম্নচাপে পরিণত হবে। এর কারণে বাধাপ্রাপ্ত শীত। নভেম্বরে আর জাঁকিয়ে শীত ফেরার কোনও সম্ভাবনা দেখছেন না আবহাওয়া বিজ্ঞানীরা। ডিসেম্বরের ১০ তারিখের পর ফিরতে চলেছে শীত। নতুন করে কোনও বাধা তৈরি হয়ে পথের কাঁটা না হলে বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর পর্যন্ত জাঁকিয়ে শীতের স্পেল চলতে পারে।

আরও পড়ুন-রাজপথ থেকে গাড়ি সরাতে পুলিশি সাহায্য চায় পুরসভা

আবহাওয়া দফতর বলছে, এই সিস্টেম আগামী বুধবার মৃদু শক্তির একটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে বলে কোনও কোনও আবহাওয়া গবেষণা মডেল দাবি করছে। সেক্ষেত্রে এর সম্ভাব্য গতি বা ল্যান্ড ফল অন্ধ্র তামিলনাড়ু উপকূলের কোনও একটি স্থানে হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও তার কোনও প্রত্যক্ষ প্রভাব বাংলায় পড়বে না। তবে আগামী মঙ্গলবার বিকেলের পর থেকে মেঘলা হবে দক্ষিণবঙ্গের আকাশ। বুধ, বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উপকূল এবং লাগোয়া দুই জেলায়। রবিবারের পর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমলেও শীতের আমেজ তেমন ভাবে পাওয়া যাবে না জলীয় বাষ্প এবং পুবালি বাতাসের কারণে।

Latest article