সংবাদদাতা, আলিপুরদুয়ার : সদ্যসমাপ্ত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে জেলায় অভাবনীয় ফল করেছে তৃণমূল কংগ্রেস। তার মধ্যে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ বিভাগ জেলা পরিষদে ১৮টি আসনের মধ্যে ১৮টিতেই জয় পেয়েছে তৃণমূল। সোমবার সেই জেলা পরিষদের বোর্ড গঠন হল। এবারও বিগত বোর্ডের মতো জেলা পরিষদের সর্বোচ্চ আসনে সভাধিপতি হিসেবে বসলেন এক মহিলা, নাম স্নিগ্ধা শৈব।
আরও পড়ুন-উপাচার্যের অনশনে বসা নিয়েও শুরু সমালোচনা
কালচিনি ব্লক থেকে রবীন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা স্নিগ্ধা জিতে এসেছেন জেলা পরিষদের ৮ নম্বর আসন থেকে। রাজ্যে নারী ক্ষমতায়নের আরেকটি উদাহরণ তৈরি হল আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার জেলায় মহিলা জনপ্রতিনিধির উপরই ভরসা রাখল তৃণমূল কংগ্রেস। বিদায়ী সভাধিপতি শীলা দাস সরকারের পর এবার স্নিগ্ধা শৈব। যদিও এবার সভাধিপতির পদটি তফসিলি উপজাতিদের জন্যে সংরক্ষিত ছিল। সহকারী সভাধিপতির পদে ফের মনোনীত হয়েছেন আলিপুরদুয়ার ১ নম্বর ব্লক থেকে জিতে আসা মনোরঞ্জন দে।
আরও পড়ুন-দৃষ্টান্ত মেডিক্যালে সুযোগ চা-বলয়ের তিন বাগান-কন্যার
দায়িত্ব নিয়ে নতুন সভাধিপতি স্নিগ্ধা শৈব জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার ওপর আস্থা রাখায় আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ। আমি জেলার সার্বিক উন্নয়নে নজর দেব। তবে জেলার বেশ কিছু জায়গায় পানীয় জল, নদী ভাঙন ও রাস্তাঘাটের সমস্যা রয়েছে, সেগুলোতে আগে নজর দেব। পাশাপাশি আমি নিজে যেহেতু শিক্ষিকা, তাই শিক্ষার দিকটাও সমান গুরুত্ব দিয়ে অবশ্যই দেখব।