টাকার রেকর্ড পতন ও চাকরির সংকোচন, ভারতীয় অর্থনীতি এখন দ্বিমুখী চাপে

দিনের শেষে প্রতি ডলারের বিনিময়ে টাকার মূল্য দাঁড়ায় ৮৮.১৫৫০-এ, যা সোমবারের ৮৮.১৯৫০ বন্ধ মূল্যের তুলনায় প্রায় ০.০৫% উপরে।

Must read

প্রতিবেদন : প্রতিবেদন: ট্রাম্পের শুল্কনীতির ধাক্কায় বেসামাল ভারতীয় অর্থনীতি। মঙ্গলবার ভারতীয় টাকা সামান্য ঊর্ধ্বমুখী অবস্থায় লেনদেন শেষ করলেও দিনের সর্বোচ্চ মান থেকে কিছুটা পিছিয়ে আসে। কারণ আমদানিকারকদের ডলারের চাহিদা দিনের শুরুতে দেখা দেওয়া পুনরুদ্ধারকে কার্যত মুছে দেয়।

আরও পড়ুন-কলকাতা লিগ শেষ মোহনবাগানের, সব ট্রফি জিততে চান রোনাল্ডো-ভক্ত রবসন

দিনের শেষে প্রতি ডলারের বিনিময়ে টাকার মূল্য দাঁড়ায় ৮৮.১৫৫০-এ, যা সোমবারের ৮৮.১৯৫০ বন্ধ মূল্যের তুলনায় প্রায় ০.০৫% উপরে। দিনের মধ্যে টাকা এক পর্যায়ে ৮৭.৮৪৫০-এ পৌঁছলেও পরে আবার ৮৮-এর সীমা অতিক্রম করে নেমে যায়। সোমবার মার্কিন ডলারের বিপরীতে অবনমনের নতুন রেকর্ড করেছিল টাকা। ১ সেপ্টেম্বর টাকার মান ৮৮.৩৩-এ নেমে যায়, যা আগেরবারের ৮৮.৩০৭৫-এর সর্বনিম্ন রেকর্ডকেও অতিক্রম করেছে। টাকার এই ধারাবাহিক অবমূল্যায়ন ভারতের রফতানি খাত ও সামগ্রিক অর্থনীতির জন্য এক অশনিসংকেত হয়ে দাঁড়িয়েছে, বিশেষত টেক্সটাইল থেকে ইঞ্জিনিয়ারিং পণ্যসহ একাধিক খাতে।

Latest article