তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে এবং কৈলাস মিশ্রের প্রচেষ্টায় বালিতে (Bally) ফিরবে রাস্তার হাল। গত কয়েক বছর ধরে বালির অধিকাংশ রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। ভাঙা রাস্তায় ছোটখাট দুর্ঘটনা লেগেই রয়েছে। রাস্তার খোয়া উঠে বড়সড় গর্তের কারণে, জীবন হাতে নিয়ে চলতে হচ্ছে সাধারণ মানুষকে। এদিকে নির্বাচিত পুরবোর্ড না থাকায়, পুরসভার ভাঁড়ার শূন্য।
আরও পড়ুন-জোর করে কাজ চাপিয়ে দিয়ে নির্বাচন কমিশন ঠিক কাজ করেনি: সিদ্দিকুল্লা
এই পরিস্থিতিতে নতুন ৭৬টি রাস্তা তৈরি হবে বালিতে (Bally)। হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হাওড়া সদর গ্রামীণের সাংগঠনিক বৈঠকে জেলার নেতৃস্থানীয় কর্মীদের সঙ্গে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সেখানেই বালি বিধানসভা ও এলাকার বালি, বেলুড় ও লিলুয়ার কিছু প্রধান রাস্তার তালিকা-সহ সেগুলির শোচনীয় অবস্থার কথা জানিয়ে তার হাল ফেরানোর জন্য অভিষেকের কাছে লিখিত আবেদন জানান কৈলাস। সেই বৈঠকেই সর্বভারতীয় সাধারণ সম্পাদক আশ্বাস দিয়েছিলেন, সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা নেওয়া হবে। এ বার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে কেএমডিএ-র পক্ষ থেকে বালি বিধানসভা এলাকার এই সবক’টি রাস্তার সংস্কার ও নতুন করে নির্মাণের বিস্তারিত কর্মসূচি প্রকাশ করা হল। প্রকাশিত তালিকায় বাইলেনগুলিকে প্রধান রাস্তার সঙ্গে জুড়ে নিয়ে, মোট ৭৬টি রাস্তার কাজের তালিকা প্রকাশ করা হয়েছে।
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…