সংবাদদাতা, জঙ্গিপুর : পড়াশোনা চালু রাখতে স্বামী-শ্বশুরবাড়ির প্রবল আপত্তি ছিল। শেষ পর্যন্ত পুলিশের সাহায্য নিয়ে বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসলেন ফারাক্কার এক গৃহবধূ ছাত্রী। ফারাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী নিজে তাঁকে নিউ ফরাক্কা হাইস্কুলের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন। বিন্দুগ্রামের সুলতানা খাতুনের (২০) স্বামী বান্টি শেখ ও শ্বশুরবাড়ির লোকজন উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে বাধা দেন। বুধবার রাত থেকেই ঘরে বন্ধ করে রাখে।
আরও পড়ুন-রোজ অঙ্কিতার স্কুলে আসে শালিক-বন্ধু মিঠু
বৃহস্পতিবার সকালে সুলতানা শ্বশুরবাড়ি থেকে পালিয়ে ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তীর কাছে পৌঁছে জানায়, বান্টি তার বইপত্র এবং অ্যাডমিট কার্ড বাড়ির কাছে জঙ্গলে ফেলে দিয়েছে। পুলিশ আসার খবর পেয়ে বান্টি ও তার পরিবারের লোকেরা এলাকা ছেড়ে পালায়। এরপর আইসি দ্রুত নিউ ফরাক্কা হাইস্কুলের প্রধানশিক্ষক মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে সুলতানার নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। স্কুল কর্তৃপক্ষ ‘ডেসক্রিপটিভ রোল’ দেখে সুলতানাকে অ্যাডমিট কার্ড ছাড়াই পরীক্ষায় বসার অনুমতি দেন।