সংবাদদাতা, ভাটপাড়া : দিনদিন অর্জুনের কাচের স্বর্গ ঝুরঝুর করে ভেঙে পড়ছে। বারাকপুরের সাংসদের খাস তালুক ভাটপাড়া পুরসভার এবারের দুই বিজেপি প্রার্থীর তৃণমূল কংগ্রেসে যোগ। শুক্রবার রাতে ভাটপাড়া পুরসভা ৩২ নম্বর ওয়ার্ডের প্রার্থী রিতা মণ্ডল এবং ৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী পম্পা দেব প্রার্থিপদ ছেড়ে তৃণমূল কংগ্রেসের হাত ধরল। এদিন ভাটপাড়া মাদ্রাল পোস্ট অফিস মোড়ের মাঠে যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক তথা তৃণমূলের (Trinamool Congress) দমদম বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, ভাটপাড়া পুরসভার পুর প্রশাসক গোপাল রাউত এবং তৃণমূলের (Trinamool Congress) শ্রমিক সংগঠনের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। গোপাল রাউত জানান, পরবর্তীকালে আরও ৮ থেকে ৯ জন বিজেপি প্রার্থী তৃণমূলে আসার সম্ভাবনা আছে। দলত্যাগী পম্পা দেব ও রিতা মণ্ডল জানান বিজেপিতে থেকে সংগঠন চালাতে পারছিলেন না। তাঁদের পাশে কেউ দাঁড়াচ্ছিলেন না। তাঁরা দুজন মিলেই প্রচার করছিলেন। পাশে কাউকেই পাচ্ছিলেন না। এরকমভাবে সংগঠন করা সম্ভব নয়। তাই তাঁরা বিজেপির প্রার্থিপথ ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বিজেপি প্রার্থীদের এভাবে লাগাতার প্রার্থিপদ ছেড়ে তৃণমূলে যোগদান করায় ভাটপাড়া পুরসভার ভোটে রাজনৈতিক সমীকরণ বদল হতে শুরু করেছে। সেক্ষেত্রে সাংসদ অর্জুন সিংয়ের রাজনৈতিক জীবন যে সংকটের মধ্যে সে-বিষয়ে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা।
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…