প্রতিবেদন : অতিমারি পর্ব পেরিয়ে বহুদিন আগেই স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন। কোভিডকালে শুরু হওয়া সম্পত্তি কেনাবেচায় স্ট্যাম্প ডিউটিতে ছাড় তুলে নিল রাজ্য সরকার। স্ট্যাম্প ডিউটিতে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ২ শতাংশ ছাড় দেওয়ার কথা বলা হয়েছিল।
আরও পড়ুন-পাশে আছি ও থাকব, কৃতীদের সংবর্ধনায় চন্দ্রিমা
১ জুলাই, সোমবার থেকে ছাড় তুলে নেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার। অর্থ দফতর থেকে এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোভিড অতিমারির সময় অর্থনৈতিক কারণে বাণিজ্যিক লেনদেন বাড়াতে এবং সাধারণ মানুষের সুবিধার্থে এই ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২০২১–এর জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছিল। প্রায় তিন বছর পর পরিস্থিতি বিবেচনা করে এই ছাড় তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। স্ট্যাম্প ডিউটির পাশাপাশি সার্কেল রেটের ১০ শতাংশ ছাড়ও তুলে নেওয়া হল। এবার থেকে সম্পত্তি ক্রয়-বিক্রয় মূল্যের ওপর ৭ শতাংশ হারে স্ট্যাম্প ডিউটি দিতে হবে বলেই নবান্ন সূত্রে জানা গিয়েছে।