বঙ্গ

পরিদর্শনের ২৪ ঘণ্টার মধ্যেই প্রশাসনের নির্দেশে বাঁধ সংস্কারে নামল সেচ দফতর

সংবাদদাতা, পূর্ব বর্ধমান : পরিদর্শনের ২৪ ঘণ্টার মধ্যেই জেলা প্রশাসনের নির্দেশে বাঁধ সংস্কারের কাজ শুরু করে দিল সেচ দফতর। শনিবার থেকে আউশগ্রামের ভেদিয়ার সাঁতলা গ্রামে অজয়ের বাঁধের উপরে থাকা গর্ত বোজানো শুরু করেছে সেচ দফতর। জেলাশাসক আয়েষা রানি এ বলেন, বাঁধে গর্ত বোজানোর সঙ্গে বাঁধ রক্ষার কাজ সামনের সপ্তাহে শুরু হবে। সেচ দফতরকে বাঁধের স্বাস্থ্যপরীক্ষার রিপোর্ট দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার আউশগ্রামের ভেদিয়া পঞ্চায়েত এলাকায় প্রায় ১০ কিলোমিটার বাঁধ পরিদর্শন করেন জেলাশাসক ও পুলিশ সুপার সায়ক দাস।

আরও পড়ুন-লুকার সই ডায়মন্ড হারবারে, ডুরান্ডের আগে শহরে মিকেলও

সাঁতলা ও বোঁধলা গ্রামে গিয়ে তাঁরা জানতে পারেন, ২০২১ সালে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল। পরে বালির বস্তা দিয়ে বাঁধটিকে কোনওরকমে দাঁড় করানো হয়। কিন্তু সেভাবে সংস্কার হয়নি। জমিতে বালি পড়ে গিয়ে নষ্ট হয়েছিল। বাড়িরও ক্ষতি হয়। সাম্প্রতিক বৃষ্টিতেও বাঁধে ধস নামে। অনেকের বাড়িরও ক্ষতি হয়েছে। এদিন সেচ দফতরের আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন জেলাশাসক। ওই বৈঠকে এসডিও (বর্ধমান উত্তর) তীর্থঙ্কর বিশ্বাসকে জেলাশাসক ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। সেইমতো পরিবারগুলিকে ত্রাণ পৌঁছে দেন বিডিও। জেলার প্রকল্প আধিকারিক ও বিডিওকে ওই এলাকায় পাঠিয়ে গ্রামগুলির কী অবস্থা সরজমিন দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। বৈঠকে সেচ দফতরের কর্তারা জানান, বাঁধের হাল ভাল নয়। নানা জায়গায় গর্ত হয়ে রয়েছে। জল ঢুকলে বাঁধ ক্ষতিগ্রস্ত হবে। বাঁধরক্ষায় কিছু করার প্রয়োজনও আছে। জেলাশাসক তাঁদের জানান, জরুরি ভিত্তিতে শনিবার থেকেই গর্ত বোজানোর কাজ করা দরকার। সেইমতো এদিন দুপুর থেকে বাঁধের গর্ত বোজাতে শুরু করে
সেচ দফতর।

Jago Bangla

Recent Posts

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

38 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

46 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago