কসবায় (Kasba) শুক্রবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি করা হয় এবং ২৪ ঘণ্টার মধ্যেই ঘটনার মাস্টারমাইন্ড ধৃত। অভিযুক্ত এই ইকবালকে পূর্ব বর্ধমানের গলসি থেকে আটক করা হয়েছে। তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। সকালেই ঘটনাস্থলে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা। প্রসঙ্গত, ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশন্ত ঘোষকে টার্গেট করে গুলি করা হয়। এক সিসিটিভি ফুটেজে গোটা ঘটনা ধরা পড়েছে। দেখা যাচ্ছে, কয়েকজন দুষ্কৃতী বাইকে করে আসে এবং সেই সময়ে নিজের বাড়ির সামনে একটি চেয়ারে বসেছিলেন সুশান্ত ঘোষ।
আরও পড়ুন-সিকিমে হার, ছিটকে গেল ডায়মন্ড হারবার
পর পর গুলি চালানোর চেষ্টা করলেও দুষ্কৃতী সেটা করতে পারে না ট্রিগার লক হয়ে যাওয়ার ফলে। এরপরেই সকলে মিলে দুষ্কৃতীদের ধরে ফেলে। ওই দুষ্কৃতীদের গ্রেফতার করে জেরা শুরু হয়। ক্রমশ চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে আসে। কাউন্সিলর খুনে তারা ১০ হাজার টাকার সুপারি পেয়েছিল। শুধু তাই নয় অগ্রিম ২.৫ হাজার টাকা পেয়েছিল তারা। তবে এরপরেই কাউন্সিলর খুনের নেপথ্যে মাস্টারমাইন্ডের খোঁজ চলছিল। সূত্রের খবর, বৃহস্পতিবারের ট্রেনে বিহার থেকে ৩ সুপারি কিলার বাংলায় আসে। নাম যুবরাজ ও ইকবাল। এই খুনের ছক আগেই করেছিল।
আরও পড়ুন-সন্তোষে আজ অভিযান শুরু, অচেনা ঝাড়খণ্ডকে নিয়ে সতর্ক বাংলা
এবার তাদের মূলচক্রী পুলিশের জালে। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় সীমানায় নিরাপত্তা নজরজারি বাড়ানোর কথা বারংবার বলেছেন। তিনি উৎসবের মাঝেও সতর্ক থাকারও বার্তা দেন। তবে তার মধ্যেই এমন এক ঘটনা আতঙ্কের আবহ সৃষ্টি করেছে এলাকা জুড়েই।