প্রতিবেদন: বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা রবিবার ৯০ বছরে পা দেন। দেশবিদেশের নানা প্রান্ত থেকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠানো হয় চতুর্দশ দলাই লামাকে (Dalai Lama)। শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে আমেরিকাও। সেইসঙ্গে নাম না করে চিনকে নিশানা করা হয়েছে। আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিয়োর বিবৃতিতে দলাই লামাকে শুভেচ্ছা জানিয়ে বলা হয়, তিনি ঐক্য, শান্তি এবং সহানুভূতির বার্তা দিয়ে মানুষকে অনুপ্রাণিত করার কাজ চালিয়ে যাবেন।আমেরিকা তিব্বতিদের মৌলিক অধিকার এবং মানবাধিকারকে সম্মান করার বিষয়ে দায়বদ্ধ। তিব্বতিদের ভাষাগত, সংস্কৃতিগত এবং ধর্মীয় ঐতিহ্য, এমনকি বিনা হস্তক্ষেপে ধর্মীয় গুরু বাছাই করার অধিকারকে আমরা সমর্থন করি। অর্থাৎ পরবর্তী বৌদ্ধ ধর্মগুরু বাছার যে কাজ চিন করতে চায় তা নিয়ে স্পষ্টতই ভিন্নমত জানিয়ে দলাই লামার (Dalai Lama) পাশে আমেরিকা।