গুজরাতে ভারী বৃষ্টিতে বাড়ি ভেঙে মৃত ৩ মহিলা, দিল্লিতে জারি হলুদ সতর্কতা

Must read

ভারী বর্ষণ অব্যাহত গুজরাতে (Gujarat)। একনাগাড়ে বৃষ্টির জেরে ভেঙে পড়ল বাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। মৃতরা সকলেই মহিলা বলেই জানা গিয়েছে। মঙ্গলবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে গুজরাতের (Gujarat) দ্বারকা জেলায়। ধ্বংসস্তূপে আটকে পড়া আরও পাঁচজনকে স্থানীয়রা উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফ-এর বাহিনী। শুরু হয়েছে উদ্ধারকাজ।

বুধবার সকাল ৬ টা পর্যন্ত, ২৪ ঘণ্টায় সুরাত জেলার উমরপদ তালুকে ২৭৬ মিমি বৃষ্টিপাত হয়েছে। ভারী বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত নভসারি, জুনাগড়, দ্বারকা, কচ্ছ, ডাঙ এবং তাপি জেলাগুলি। নিম্নাঞ্চলে দেখা দিয়েছে বন্যা দেখা দিয়েছে।

আরও পড়ুন- লোকসভায় আজ বক্তা অভিষেক

এদিকে বুধবার সকাল থেকে ভারী বৃষ্টিতে নাজেহাল দিল্লিবাসী। নয়ডা, গাজিয়াবাদ, মিরাটের মতো শহরেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নয়ডার ইতিমধ্যেই ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া দফতরের তরফে রাজধানীতে আগামী দু’দিনের জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা।

Latest article