ছত্তিশগড়ের পরে এবার ঝাড়খণ্ডে (Jharkhand) ৪ মাওবাদীকে খতম করল পুলিশ। সোমবার সকালে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় মাওবাদীদের সঙ্গে পুলিশের গুলির লড়াইয়ে খতম হয়েছেন ৪ জন। পাশাপাশি ২ জন মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে বলে ঝাড়খণ্ড পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুন-রেলকে অভিভাবকহীন করে রেখেছে রেলমন্ত্রক, বাগডোগরা যাওয়ার আগে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর
ঝাড়খণ্ডের (Jharkhand) টন্টো এবং গোইলকেরা এলাকায় কিছু মাওবাদী লুকিয়ে রয়েছে বলে এদিন সকালে খবর আসে। তারপরেই গোপন অভিযান চালানো হয়। এরপরই লুকিয়ে থাকা মাওবাদীরা অতর্কিতে পুলিশবাহিনীর ওপর হামলা চালায়, শুরু হয় গুলির লড়াই। তাতেই মৃত্যু হয়েছে ৪ জনের। এছাড়া একজন মহিলা মাওবাদী নেত্রী-সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। একই সঙ্গে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্রশস্ত্রও। তবে মাওবাদীদের খতম করা হলেও এলাকায় তল্লাশি অভিযান এখনও জারি রয়েছে। আরও কয়েকজন মাওবাদীর সেখানে লুকিয়েও থাকার আশঙ্কা করছে পুলিশ।