প্রতিবেদন: দেশ জুড়ে পাক মদতপুষ্ট জঙ্গি নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে তৎপরতা বাড়াচ্ছে নিরাপত্তা সংস্থাগুলি।সেই অভিযানের সূত্রে বুধবার বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হল এক মহিলাকে। মনে করা হচ্ছে, তিনি পাকিস্তানি জঙ্গি সংগঠন আল-কায়দার (Al Qaeda militant) সদস্য। গুজরাত পুলিশের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড জানায়, গ্রেফতার হওয়া ওই মহিলার নাম সামা পারভিন (৩০)। তিনি আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা। গত তিন বছর ধরে ভাইয়ের সঙ্গে বেঙ্গালুরুতে একটি ভাড়া বাড়িতে থাকছিলেন। গুজরাতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ রমেশভাই সাংভি বুধবার সাংবাদিক সম্মেলনে সামার গ্রেফতারির কথা জানান। তাঁর কথায়, পাকিস্তান তো বটেই, দেশের অন্দরেও সক্রিয় রয়েছে সন্ত্রাসবাদী চক্র। তাই দেশ জুড়ে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। এটিএস সূত্রের খবর, সামা পারভিন দীর্ঘদিন ধরেই অনলাইনে বিভিন্ন মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন এবং আল কায়দার (Al Qaeda militant) মতাদর্শে প্রভাবিত ছিলেন। তাঁর মোবাইল ফোন থেকে একাধিক পাকিস্তানি আধিকারিকের নম্বর পাওয়া গিয়েছে। নিয়মিত যোগাযোগ রাখতেন পাকিস্তান থেকে পরিচালিত বিভিন্ন চ্যানেলের সঙ্গেও।
আরও পড়ুন-কেন্দ্রীয় অনুদান সীমিত, মালার প্রশ্নে জানাল কেন্দ্র