SIR-এর প্রতিবাদ, আদালত চত্বরে আত্মহত্যার চেষ্টা মহিলার

Must read

ভোটার তালিকা থেকে নাম বাদ কেন? মঙ্গলবার সকালে কলকাতা হাইকোর্ট চত্বরেই এসআইআরের (sir protest) প্রতিবাদে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করলেন এক মহিলা। সকাল সাড়ে দশটা নাগাদ পৈলানের বাসিন্দা পূর্ণিমা হালদার গায়ে কেরোসিন ঢেলে আগুন দিতে গেলে পুলিশ তাঁকে আটকায়। দ্রুত ওই মহিলাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, SIR বিরোধিতায় প্রতিবাদ (sir protest) করছিলেন ওই মহিলা সহ আরও একজন। আচমকাই পূর্ণিমার ঐ পদক্ষেপে কয়েক মুহূর্তের জন্য সকলে ঘাবড়ে যান। কর্মব্যস্ত সকালে হাইকোর্টের গেটের সামনে আত্মহত্যার চেষ্টার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর নির্দেশে রাস্তা মেরামতির কাজ শুরু

ঘটনার প্রসঙ্গে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার আমগাছিয়া সৃষ্টি সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্য দুই মহিলা মঙ্গলবার হাইকোর্টের গেটের সামনে দাঁড়িয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন। তাঁদের কথা অনুযায়ী ২০১৭ সালে গড়ে ওঠা এই সমবায়ে চলতি বছর নির্বাচন হয়। অভিযোগ, ওই নির্বাচনে ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ পড়ে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নতুন করে ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দিলেও সমবায় কর্তৃপক্ষ সেই নির্দেশ মানেনি। তাহলে কি এভাবেই এসআইআর কার্যকরী করার চেষ্টা চলছে? কেন বৈধ ভোটার হওয়া সত্ত্বেও তাঁদের নাম বাদ দেওয়া হল? অবিলম্বে হাইকোর্টকে এর বিহিত করতে হবে বলেও দাবি করেন তাঁরা। একাধিকবার অভিযোগ করে কাজ না হওয়ায় ক্ষুব্ধ দুই মহিলার মধ্যে পূর্ণিমা গায়ে কেরোসিন জেলে আত্মহত্যার চেষ্টা করলেন ঘটনাস্থলে থাকা পুলিশ তড়িঘড়ি তাঁদের আটকায়। প্রথমে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছে যান ডিসি সেন্ট্রাল স্বয়ং। প্রাথমিক চিকিৎসার পর দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

Latest article