ডাম্পারের ধাক্কায় মহিলার মৃত্যু

Must read

প্রতিবেদন : সাতসকালে ট্যাংরায় (Tangra) ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল যুবতীর। গুরুতর জখম অবস্থায় তাঁর স্বামী ভর্তি হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে ট্রাফিক পুলিশের ফ্যাটাল স্কোয়াড। শুক্রবার সকালে স্কুটিতে করে যাচ্ছিলেন ট্যাংরার ডিসি দে রোডের বাসিন্দা এক দম্পতি। সেইসময় পুরসভার একটি ডাম্পারের সঙ্গে স্কুলের ধাক্কা লাগে। নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাস্তায় পড়েন ওই দম্পতি। দুজনকেই দ্রুত উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে যুবতীকে মৃত ঘোষণা করা হয়। যুবতীর স্বামী এখনও চিকিৎসাধীন। তাঁর জ্ঞান ফিরলে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। এদিকে, ওই হাসপাতালেই মৃতার ময়নাতদন্ত চলছে। কিন্তু এখনও পর্যন্ত দম্পতির পরিচয় জানা যায়নি। তবে এই দুর্ঘটনায় ঘাতক ডাম্পারের ভূমিকা খতিয়ে দেখছেন ট্র্যাফিক পুলিশের তদন্তকারীরা। কোনওরকম ত্রুটি পেলেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর অপমান মানে দেশের অপমান, প্রতিবাদ ছাত্র পরিষদের

Latest article