কল্যাণ চন্দ্র, বহরমপুর : মুর্শিদাবাদ জেলায় এই প্রথম কোনও মহিলা পুরোহিত দুর্গাপুজো করতে চলেছেন। বহরমপুরের খাগড়ার ১৭ নং ওয়ার্ডে এক মহিলা পরিচালিত পুজো কমিটিতে দেখা যাবে ওই মহিলা পুরোহিত দেবিকা রায় বন্দ্যোপাধ্যায়কে। এই মহিলা পরিচালিত পুজোও মুখ্যমন্ত্রীর অনুদান বাবদ ৫০ হাজার টাকা পাচ্ছে।
আরও পড়ুন-বাংলার ত্রিনয়ন, এখন পুজোকে ভয় পাচ্ছে বিজেপি!
গত বছর থেকে খাগড়ার মহিলা পরিচালিত ক্লাব ‘দুর্গাবাহিনী’ দুর্গাপুজো শুরু করেছে। ক্লাবের সদস্য ১৫০ জন মহিলা। সেই পুজোর এবারের চমক মহিলা পুরোহিত। দেবিকা গৃহবধূ। বলেন, তাঁর স্বামী ও শ্বশুর দুজনেই পুরোহিত। তাঁদের সঙ্গে থেকে থেকে পুজোপাঠে আগ্রহী হয়ে পড়েন। গত এক বছর ধরে স্বামীর কাছে পুজোর মন্ত্রপাঠ-সহ কলাকৌশলও শিখে নিয়েছেন। জানালেন, তবে এবারই প্রথম পুজো বলে চিন্তা তো হচ্ছেই। পুজো কমিটির সম্পাদক মৌসুমি ঘোষ বলেন, মানবিক মুখ্যমন্ত্রীর জন্যই ঘটা করে পুজো করতে পারছেন তাঁরা।