ব্রিটেনে স্বামীর হাতে খুন হর্ষিতা! বিচার চাইছে পরিবার

Must read

বিয়ের ১৫ মাসের মধ্যে খুন হতে হল হর্ষিতা ব্রেলাকে (Harshita Brella)। দিল্লির বাসিন্দা হর্ষিতা স্বামীর ভবিষ্যতের উজ্জ্বল পরিকল্পনা করে ব্রিটেন চলে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে বাঁচতে পারলে না। শ্বাসরোধ করে স্ত্রীকে খুন করে গাড়ির ডিকিতে বন্ধ করে রেখেছিল স্বামী পঙ্কজ লাম্বার। সে পলাতক।

গত ১৪ নভেম্বর পূর্ব লন্ডনের ইলফোর্ডে ব্রিসবেন রোডে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির বুট থেকে ২৪ বছরের তরুণী হর্ষিতার দেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান, হর্ষিতাকে খুন করে বিদেশে পালিয়ে গিয়েছেন পঙ্কজ। এই মামলার তদন্তকারী চিফ ইনসপেক্টর পল ক্যাশ বলেছেন, হর্ষিতার খুনের তদন্তে কাজ করছেন ৬০ জন গোয়েন্দার বিশেষ দল। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়েছে, বাড়ি বাড়ি তল্লাশিও করা হচ্ছে। এছাড়া গাড়ির স্বয়ংক্রিয় নম্বর প্লেট যাচাই ব্যবস্থারও সহায়তা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন- কেইআইআইপি’র কাজে ক্ষুব্ধ মেয়র, ডিসেম্বরের মধ্যে কাজ না হলে ব্ল্যাকলিস্টে

কয়েক সপ্তাহ আগে শারীরিক অত্যাচারের জন্য পঙ্কজের বিরুদ্ধে অভিযোগও করেছিল হর্ষিতা (Harshita Brella)। কিন্তু তার পরেও অত্যাচার কমেনি। হর্ষিতার বাবা, মা, বোন দিল্লিতে থাকেন। সেখান থেকেই মেয়ের খুনের সুবিচারের দাবিতে সরব হয়েছেন তাঁরা। মেয়ের দেহ ভারতে ফিরিয়ে আনার কথা জানিয়েছেন হর্ষিতার বাবা। নর্থহ্যাম্পশেয়ারে বাড়ি ছিল হর্ষিতা-পঙ্কজের। আর যেখান থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে তা প্রায় ১৪৫ কিলোমিটার দূরে।

Latest article