নয়াদিল্লি রেলস্টেশনে গণধর্ষণ, গ্রেফতার চার রেলকর্মী

Must read

নয়াদিল্লি : শুক্রবার মাঝরাতে নয়াদিল্লি (Woman Gangraped ai New Delhi Station) রেল স্টেশন চত্বরে গণধর্ষণের শিকার হন বছর ৩০-এর এক মহিলা। রেলের বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণ কর্মীদের জন্য নির্দিষ্ট একটি ঘরে ওই মহিলাকে দুই রেল কর্মচারী ধর্ষণ করে বলে অভিযোগ। শনিবার গণধর্ষণের বিষয়টি জানিয়েছে দিল্লি পুলিশ। শুক্রবার রাত আড়াইটা নাগাদ ওই মহিলা পুলিশকে ফোন করে বিষয়টি জানান। তারপরই ঘটনাটি প্রকাশ্যে আসে। ওই অপরাধের ঘটনায় রেলের ৪ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া চারজনের মধ্যে বয়সি সতীশ কুমার নামে একজন গত দুই বছর ধরে ওই মহিলার সঙ্গে পরিচিত ছিল।

মহিলার কাছে নিজেকে রেলের কর্মচারী পরিচয় দেয় সে। সতীশ ওই মহিলাকে বলেছিল, সে তার জন্য রেলে চাকরির ব্যবস্থা করতে পারে। গ্রেফতার হওয়া অপর তিনজন হল বিনোদ কুমার, মঙ্গল চাঁদ মীনা এবং জগদীশ চাঁদ। এরা সকলেই সতীশের বন্ধু। ডেপুটি পুলিশ কমিশনার (রেলওয়ে) হরেন্দ্র কুমার সিং জানিয়েছেন, ৪ জনই রেলের বিদ্যুৎ বিভাগের কর্মচারী। ডিসিপি আরও বলেছেন, ওই মহিলা রাত ২.২৭ মিনিটে ওল্ডদিল্লি রেলওয়ে স্টেশন থানায় ফোন করে জানান, রেলস্টেশনের একটি ঘরে দু’জন লোক তাঁকে ধর্ষণ করেছে। মহিলা যে মোবাইল নম্বর থেকে পুলিশকে ফোন করেছিলেন, সেই নম্বরে যোগাযোগ করে জানা যায়, তিনি নয়াদিল্লি রেলওয়ে স্টেশনের ৮-৯ নম্বর প্ল্যাটফর্ম থেকে ফোন করেছিলেন।

আরও পড়ুন: মিডিয়ার পক্ষপাতদুষ্ট মতে গণতন্ত্রের ক্ষতি, বললেন প্রধান বিচারপতি

জানা গিয়েছে, ওই মহিলা ) Woman Gangraped at New Delhi Station) ও তাঁর স্বামীর বিবাহবিচ্ছেদের মামলা চলছে। বছর দুই আগে, তাঁর সঙ্গে সতীশের পরিচয় হয়। সতীশ তাঁকে রেলে চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। ঘটনার দিন সতীশ ওই মহিলাকে তার ছেলের জন্মদিনের পার্টিতে নিমন্ত্রণ করেছিল। সেই পার্টিতে যোগ দিতে এসে বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণ কর্মীদের জন্য একটি ঘরে তাঁকে ধর্ষণের শিকার হতে হয়। সতীশ ও আরও একজন যখন তাঁকে ধর্ষণ করছিল সে সময় তাদের দুই সহযোগী বাইরে থেকে ঘরটি পাহারা দিচ্ছিল। মহিলার অভিযোগের ভিত্তিতে গণধর্ষণ ও অন্যায়ভাবে আটকে রাখার মামলা দায়ের করা হয়েছে।

Latest article