হায়দরাবাদে চিঠি লিখে বহুতল থেকে ঝাঁপ মহিলার

হায়দরাবাদের (Hyderabad) হিমায়াতনগরের একটি বহুতলের পাঁচ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী পূজা জৈন। তাঁর ঘর থেকে একটি নোট উদ্ধার করেছে পুলিশ।

Must read

হায়দরাবাদের (Hyderabad) হিমায়াতনগরের একটি বহুতলের পাঁচ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী পূজা জৈন। তাঁর ঘর থেকে একটি নোট উদ্ধার করেছে পুলিশ। সেখানে লেখা আছে, ‘ঈশ্বরের সঙ্গে দেখা করতে চাই, তাই এই আত্মবলিদান’। যদিও মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করছে তদন্তকারী অফিসারেরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মানসিক অবসাদের ফলেই আত্মঘাতী হয়েছেন ওই মহিলা। শনিবার ২ আগস্ট সকালে হিমায়তনগরে একটি কমপ্লেক্সের পাঁচ তলায় বসবাসকারী ৪৩ বছর বয়সী এই মহিলার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাটি ঘটে সকাল ১১.৩০ থেকে ১১.৪৫ টার মধ্যে যখন তার স্বামী কাজে বাইরে ছিলেন। ময়নাতদন্তের পর, রবিবার শেষকৃত্যের জন্য মৃতদেহ পরিবারকে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন-শিবু সোরেনের প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী-অভিষেকের

জানা গিয়েছে, হায়দরাবাদের ওই বহুতলে থাকতেন পূজা জৈন। ঘটনার সময় বাড়িতে তিনি একাই ছিলেন। তাঁর স্বামী অরুণ জৈন অফিসে ছিলেন। বিল্ডিংয়ের নীচে ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁর স্বামীকে খবর দেওয়া হয়। স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে খবর। নারায়ণগুড়ার ইন্সপেক্টর ইউ. চন্দ্র শেখরের মতে, তাঁর বাসভবন থেকে তিনটি হাতে লেখা নোট পাওয়া গেছে – একটি তাঁর ছেলের উদ্দেশ্যে, অন্যটি মেয়ের উদ্দেশ্যে এবং তৃতীয়টিতে জৈন ধর্মীয় রীতিনীতির বিবরণ রয়েছে। তবে এগুলি সুইসাইড নোট নয়,” ইন্সপেক্টর স্পষ্ট করে জানিয়ে দেন। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে যে পূজা তাঁর স্বামী এবং সন্তানদের সাথে থাকলেও, তিনি মানসিকভাবে তাঁদের থেকে বেশ দূরে ছিলেন। বেশিরভাগ সময় একাকীত্বে কাটাতেন, আধ্যাত্মিক অনুশীলনে নিযুক্ত থাকতেন।

Latest article