সোমবার সকাল সাড়ে ছ’টা নাগাদ দিল্লির (Delhi) রাস্তায় মহিলা সাংসদ সুধা রামাকৃষ্ণনের গলা থেকে চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতী। চাণক্যপুরীতে হাঁটতে বেরিয়ে এদিন দুষ্কৃতীর হাতে আক্রান্ত হন তিনি। জানা যায়, গলায় চেন টান মারায় গলায় ব্যাথা পেয়েছেন তিনি। এমনকি ছিঁড়ে যায় তাঁর পোশাকও। এরপরেই এই অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন সাংসদ।
আরও পড়ুন-শিবু সোরেনের প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী-অভিষেকের
পোল্যান্ড দূতাবাসের কাছে এদিন সকালে ঘটনাটি ঘটে। আর সুধা সেই সময়ে এক পরিচিতর সঙ্গে হাঁটছিলেন। হঠাৎ হেলমেট পরা এক যুবক স্কুটিতে এসে তাঁর গলার সোনার চেন ছিনিয়ে পালিয়ে যায়। হঠাৎ এত জোরে টানে গলায় চোট পান সাংসদ এবং বেকায়দায় ছিঁড়ে যায় তাঁর চুড়িদার। ঘটনার পর সুধা এবং তাঁর সঙ্গী চিৎকার করে আশেপাশের মানুষের সাহায্য চান। তিনি জানান স্কুটিচালক প্রথমে খুব আস্তে গাড়ি চালাচ্ছিল, তাই সন্দেহ করার কোনও কারণ ছিল না। কিন্তু হঠাৎ চেন টেনে পালিয়ে যায়।
আরও পড়ুন-কিশোর কুমার স্মরণ
সাংসদ সুধা এই মুহূর্তে তামিলনাড়ু ভবনে থাকছেন। ঘটনার পর তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে রাজ্যজুড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি লেখেন খবর অনুযায়ী এই জায়গাটি দেশের অন্যতম নিরাপদ এলাকা। কিন্তু সেখানেই যদি এক মহিলা সাংসদ আক্রান্ত হন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এত নিরাপত্তাবেষ্টিত এলাকায় এমন ঘটনা রীতিমত উদ্বেগজনক। দ্রুত দোষীকে শনাক্ত করে গ্রেফতারের জন্য তিনি কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়েছেন। ইতিমধ্যেই এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। চাণক্যপুরী ও পার্শ্ববর্তী এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…